আরপিএফের অভিযানে ৭৫ লাখ টাকারও বেশি নিষিদ্ধ সামগ্রী উদ্ধার, ধৃত ১৮

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী চলতি বছরের মার্চ মাসে ট্রেন এবং স্টেশনগুলিতে নিষিদ্ধ বা চোরাই পণ্য পরিবহণের বিরুদ্ধে দেদার অভিযান চালায়।সেই অভিযানে ৭৫ লাখ টাকারও বেশি নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই সময়সীমার মধ্যে রেল সুরক্ষা বাহিনী নিষিদ্ধ এবং চোরাই পণ্য পরিবহণে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে।জানা গিয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী লাগাতর দালালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

জানা গিয়েছে, ২০২৫-এর মার্চ মাসে সমগ্র অঞ্চল জুড়ে রেলওয়ে সুরক্ষা বাহিনীর অভিযানে, সাতজন দালালকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৯৯ হাজার টাকারও বেশি ৩২টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, একটি সাম্প্রতিক ঘটনায় ডিমাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে সুরক্ষা বাহিনীর নিয়মিত তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশির সময় রেলওয়ে সুরক্ষা বাহিনীর জালে একজন ব্যক্তি ধরা পড়ে।তার কাছ থেকে ২.১৭ লক্ষ টাকা মূল্যের ১০.৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা  হয়। উদ্ধার করা ব্রাউন সুগার-সহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ওসি/জিআরপি/ডিমাপুরের কাছে হস্তান্তর করা হয়।

অন্য একটি ঘটনায়, নিউ জলপাইগুড়ির রেলওয়ে সুরক্ষা বাহিনী, সিপিডিএস এবং সিআইবি টিম যৌথভাবে পিআরএস কাঙ্কিতে এক অভিযান চালায়। অভিযানের সময় প্রায় ২৪,৩৬৫ টাকার ৬টি পিআরএস টিকিট উদ্ধার করে এবং এই কাজে জড়িত একজন দালালকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপের জন্য রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলাও নথিভুক্ত করা হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন,  রেলওয়ের সুরক্ষা বাহিনী ক্রমাগতভাবে রেলওয়ে স্টেশন ও ট্রেনে নিষিদ্ধ জিনিসপত্রের চোরাচালান এবং পরিবহণ এবং অননুমোদিত রেলের টিকিটের ওপর সবসময় নজরদারি চালাচ্ছে।