যে কোনও পরিস্থিতিতে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে পথে নেমে মানুষের কথা শুনেছেন যে মুখ্যমন্ত্রী, তিনি যে চাকরিহারা ২৫ হাজার ৭৫২ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের পাশে থাকবেন, তাতে কোনও সন্দেহই ছিল না। তাই নেতাজি ইন্ডোরের (Netaji Indoor) সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করে দিলেন, আমি বেঁচে থাকতে যোগ্যদের (Untainted) চাকরি যেতে দেব না।

শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে চক্রান্ত চলছে। সিপিএম-কে (CPIM) আক্রমণ করে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন? আমি অনেক বিষয় জেনেও সিপিএম-এর কারও চাকরি কেড়ে নিইনি। আমি বেঁচে থাকতে কোনও যোগ্যদের (untainted) চাকরি কেড়ে নিতে দেব না।”

মুখ্যমন্ত্রীর কথায়,”আমাদের হৃদয় পাথর নয়। জেলে ভরে দিলেও, আই ডোন্ট কেয়ার (I don’t care)। দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না।”

ক্ষোভ প্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী জানান,”২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে। যাঁরা চাকরি কেড়ে নেয় তাঁদের ধিক্কার’। জেনেশুনে কারও চাকরি খাইনি। বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত। ত্রিপুরায় ১০ হাজার শিক্ষকের চাকরি ফেরত দেবে বলেও, দেয়নি বিজেপি সরকার।”


–


–

–

–

–
–

–
