উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) অশোকনগরে চলল গুলি, নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! শুটআউটের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে (Barasat District Hospital) ভর্তি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর অশোকনগরের (Ashoke Nagar) দীঘরা উত্তরপাড়া এলাকায় এক যুবক মত্ত অবস্থায় মহিলাদের কটুক্তি করেন। এরপর স্থানীয়রা পাল্টা তাঁর উপর চড়াও হয়। বচসা হাতাহাতির জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরপর মত্ত যুবক এলাকা ছাড়েন। কিন্তু গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে করে নিয়ে এসে এলাকার একাধিক বাড়িতে বোমাবাজি করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপর এলাকার যুবককে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। এরপরেও তান্ডব থামেনি। এই ঘটনা চলাকালীন স্থানীয় বুথ সভাপতির বাড়ি থেকে ৬ রাউন্ড কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

–

–


–


–

–

–

–
–

–

–