প্রথমে নিত্যপ্রয়োজনীয় জিনিস, তারপরে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি। সব শেষে রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেলের (petrol diesel) দাম বাড়িয়ে দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করার সব পথ পাকা করে ফেলল কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সরকারের উপর চাপ বাড়িয়েছেন ইতিমধ্যেই। এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে কেন্দ্রের মূল জনবিরোধী নীতিতে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সোমবার যখন রক্তক্ষরণ শুরু হয়েছে দেশের শেয়ার বাজারে তখনই পেট্রোপণ্যের দাম বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর (Hardeep Singh Puri)। বিশ্ববাজারে নিম্নগামী পেট্রোপণ্যের উল্টো পথে কেন্দ্রের বিজেপি সরকার। আর তাকেই কটাক্ষ করে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাহবা নন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। কেন্দ্রের বিজেপি সরকারের ‘বিকাশ’এর অর্থ হয়তো সাধারণ মানুষের পকেট থেকে প্রতিটি পয়সা নিংড়ে নেওয়া। অত্যাবশ্যকীয় ওষুধ (essencial medicine) থেকে পেট্রোল, ডিজেল (petrol diesel) এবং রান্নার গ্যাসের মতো প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিস এখন বিলাসিতার পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি লেখেন, যখন পরিবারগুলির জমা কড়ি (savings) ক্রমশ খালি ও ঋণের (debt) পরিমাণ বেড়ে চলেছে, সেই পরিস্থিতিতেই এই ক্ষমতাসীন দল তাদের ঘরোয়া খরচেও হামলা চালালো। কেন্দ্রে বিজেপি সরকার চালাচ্ছে না, সাধারণ মানুষের পকেটের টাকা কেড়ে নিচ্ছে।

বাহবা নন্দলাল
হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চালThe idea of “Vikas” for BJP Government at the Centre seems to be squeezing every last penny from the pockets of ordinary Indians. From essential medicines to petrol, diesel, and cooking gas, every necessity is slowly…
— Mamata Banerjee (@MamataOfficial) April 7, 2025
–


–


–

–

–

–
–
