Sunday, January 11, 2026

সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের, সুপার নিউমেরারি মামলায় সিবিআই তদন্ত খারিজ

Date:

Share post:

অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি মামলায় বড় জয় পেল রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণ জানিয়েছে, ক্যাবিনেটের কোনও সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী।

সুপার নিউমেরারি মামলায় প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত বৈধ কি না, সেটা ঠিক করবে কোনও একটি কেন্দ্রীয় এজেন্সি? এটাই কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো? এটা সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী। তাই এই মামলার কোন যৌক্তিকতা নেই। কার্যত তিনি এদিন কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দেন। কারণ ওই রায়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। এর ফলে সুপারনিউমেরারি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য।

২০২২ সালের মে মাসে রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠকে প্রায় ৬ হাজার সুপারনিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন‍্যপদ তৈরি করেছিল। সেই অতিরিক্ত পদ সৃষ্টি নিয়ে মামলা হয় হাইকোর্টে। প্রশ্ন তোলা হয় অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতেই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল রাজ্য সরকার। হাইকোর্ট সেখানে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের নির্দেশ দেয়। এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায় খারিজ করে দেয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। ফলে এই মামলায় সিবিআই বা কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করা যাবে না।

spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...