Saturday, January 10, 2026

কোন মন্ত্রে সফল মোহনবাগান, ফাঁস করলেন আপুইয়া

Date:

Share post:

দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এবার মোহনবগান(MBSG)। শেষ ম্যাচে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে শেষ মুহূর্তে আপুইয়ার গোলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এখন ট্রফি জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান। সেই মঞ্চ থেকেই দলের সাফল্যের রহস্য ভেদ করলেন ম্যাচের নায়ক আুপুইয়া রালতে(Apuia Ralte)। কাদের জন্য মোহনবাগানের(MBSG) এমন সাফল্য। দলের ডিফেন্ডারদেরই সমস্ত কৃতিত্ব দিচ্ছেন আপুইয়া।

মোহনবাগানের রক্ষণকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন আপুইয়া(Apuia Ralte)। তাদের জন্যই যে বিনা চিন্তায় আক্রমণে উঠতে পারেন সবুজ-মেরুণ তারকারা, তা বলতে কোনও দ্বিধা নেই। এছাড়া আরও একটা কারণের কথা বলেছেন আপুইয়া। মোহনবাগান শিবিরের সবচেয়ে বেশি ফুটবলার ভারতীয় দলে রয়েছেন। আর সেটাই নাকি মাঠে তাদের অত্যন্ত সাহায্য করে।

ম্যাচ শেষে আপুইয়া জানান, “আমাদের দলের বেশিরভাগ দেশীয় ফুটবলাররাই ভারতীয় দলের হয়ে খেলেন। এছাড়া যে বিদেশিরা রয়েছেন তারাও এই মুহূর্তে এই লিগের সেরা বিদেশি। এটা অবশ্যই একটা কারণ। তবে সবচেয়ে বেশি সাহায্য পাই আমরা রক্ষণ থেকে। আমাদের রক্ষণের ফুটবলাররাই আমাদের অন্যতম প্রধান ভরসা এবারের লিগে”।

ফাইনালে মোহনবাগানেরক প্রতিপক্ষ সুনীল ছেত্রীর(Sunil Chetri) বেঙ্গালুরু এফসি(Bengaluru Fc)। তারাও দুরন্ত ফর্মে রয়েছে। কিন্তু ধারেভারে এই মুহূর্তে এগিয়ে রয়েছে মোহনবাগানই। তবে কি ফাইনালে মোহনবাগানই ফেভারিট হয়ে নামবে। হোসে মোলিনা কিন্তু এখন থেকেই তা নিয়ে বার্তা দিয়ে রেখেছেন। নিজের দলের খেলায় অবশ্যই তিনি সন্তুষ্ট। কিন্তু ফাইনালে ফেভারিট বলে কিছুই হয়না। সাফ বার্তা মোলিনা(Jose Molina)।

মোহনবাগান কোচ জানান, “এমন একটা প্রতিযোগিতার ফাইনালে ফেভারিট বলে কিছু হয় না। হ্যাণ আমরা অবশ্যই ভাল পারফরম্যান্স করছি। কিন্তু ফাইনালে যারা প্রতিপক্ষ তারাও কিন্তু ভাল খেলছে”।

জামশেদপুর এফসির বিরুদ্ধেও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে মোহনবাগান। ফাইনালের এই সমস্যা কী ভাবাচ্ছে মোহন কোচকে। মোলিনা অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তাঁর মতে সুযোগ তৈরি করতে পারছেন তারা। সেটাই তো প্রধান বিষয়। এবারের আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছে মোহনবাগান। এটাকে ইতিবাচক দিক হিসাবেই দেখছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। আগামী ১২ এপ্রিল ফাইনাল। সেখানে মোলিনার মুখে জয়ের হাসি ফোটে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...