Sunday, November 2, 2025

নাম না করেও ইডেনের পিচ কিউরেটরকেই নিশানা রাহানের

Date:

Share post:

যত কান্ড যেন ইডেনের পিচে। মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। দুই ইনিংস মিলিয়ে ৪৫০-এরও বেশি রান উঠল। মাত্র চার রানে হেরেছে নাইট বাহিনী। কিন্তু ম্যাচ শেষেই পিচ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। সরাসরি না বললেও, মন মতো পিচ যে তারা পাননি সেই কথা বলতে কোনওরকম দ্বিধা করেননি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। বিশেষ করে স্পিনাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছে নাইট রাইডার্সের(KKR)। আর সেটার জন্য পিচকেই বেশি করে দুষছেন রাহানে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেই রাহানের(Ajinkya Rahane) মুখে ছিল পিচের কথা। খানিকটা ইঙ্গিতপূর্ণ কথাই তিনি বলেছেন। পিচ নিয়ে প্রশ্ন যেতেই রাহানের সাফ জবাব, “আমি পিচ নিয়ে কিছু বলব না”, আবারও সমালোচনা শুরু হয়ে যাবে। নাম না করলেও তিনি যে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটরের দিকেই নিশানা করেছেন তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে এই পিচ থেকে যে নাইট রাইডার্সের স্পিনাররা কোনওরকম সুবিধা পাননি সেই কথাও শোনা গিয়েছে রাহানের গলা থেকে। অর্থাৎ কেকেআর(KKR) যে স্পিন সহায়ক পিচই চেয়েছিল তা একপ্রকার স্পষ্ট।

ম্যাচ শেষে অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane) আরও জানিয়েছেন, “সবার প্রথম আমি যে কথাটা সকলের কাছে পরিস্কার করে দিতে চাই তা হল এই পিচ থেকে আমাদের স্পিনাররা কোনওরকম সুবিধা পাননি”।
আইপিএলের শুরু থেকেই ইডেনের পিচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পিচ কিউরেটরের দিকে অভিযোগের আঙুল তুলেছিল নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

এবারের আইপিএলে(IPL) নাইটদের বোলিংয়ে প্রধান অস্ত্র যে স্পিনাররা তা বলার অপেক্ষা রাখে না। স্বভাবতই সেই মতোই যে পিচ নাইট শিবির চাইছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ঘরের মাঠের অ্যাডভান্টেজ না পাওয়া নিয়েই বারবার কথা শোনা যাচ্ছে নাইট শিবির থেকে।

লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে ঘরের মাঠে হেরে খানিকটা হলেও চাপ বেড়েছে নাইট রাইডার্সের ওপর। এবার সামনে চেন্নাই সুপার কিংস। বুধবারই চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ধোনিদের বিরুদ্ধে জয়ের স্মরণীতে ফিরতে পারে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...