রিয়্যাল কাশ্মীর নয়, সুপার কাপের প্রথম ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স(Churchill Brothers)। বুধবার নতুন করে সুপার কাপের(Super Cup) সূচী ঘোষণা ভারতীয় ফুনটবল ফেডারেশন। সেখানেই দেখাযাচ্ছে মোহনবাগানের প্রতিপক্ষ এবার চার্চিল ব্রাদার্স। ২০ এপ্রিল চার্চিলের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুণ ব্রিগেড। শুধু তাই নয় এবার সুযোগ পেল গোকুলাম এফসিও। প্রথমে ঠিক হয়েছিল আইলিগের লিগ তালিকায় তিন নম্বরে থাকা দলই খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। কিন্তু আইনি জটিলতার কারণে আইলিগের(I league) চ্যাম্পিয়নের নাম এখনও ঘোষণা করতে পারেনি ফেডারেশন।

সেই কারণেই এবার নতুন করে সূচী ঘোষণা করল এআইএফএফ(AIFF)। আগের সূচী অনুযায়ী মোহনবাগানের(MBSG) বিরুদ্ধে রিয়্যাল কাশ্মীরেরই(Real Kashmir) খেলার কথা ছিল। কিন্তু সেটা হচ্ছে না। দেখাযাচ্ছে সেখানে মোহনবাগানের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। চ্যাম্পিয়নের নাম যেমন ঘোষণা করা হয়নি, তেমনি ফেডারেশনের বিরুদ্ধে নিজেদের একাধিক অভিযোগ তুলে এবং ক্ষোভ দেখিয়ে সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে রিয়্যাল কাশ্মীর। তাদের পরিবর্তেই এবার সুপার কাপে এসেছে গোকুলাম। এরপরই সুপার কাপের সূচীও বদলে দিয়েছে ফেডারেশন।

আইলিগে এখনও চ্যাম্পিয়ন নির্ধারণ করতে না পারলেও, আপাতত যারা প্রথম চারের মধ্যে রয়েছে তাদেরকেই সুপার কাপে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ইন্টার কাশি(Inter Kashi) নাকি চার্চিল ব্রাদার্স, চ্যাম্পিয়ন কে হবে এই নিয়ই চলছে টানা পোড়েন। সেখানেও ফেডারেশের দিকেই পক্ষপাতিত্বের অভিযোগের আঙুল চার্চিল ব্রাদার্সের। সেই বিষয় অবশ্য এই মুহূর্তে তদন্তাধীন।

তবে এতকিছুর মধ্যে সুপার কাপটা করতে চাইছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের সুপার কাপ। প্রথম দিনই মাঠে নামছে বাংলার দুই প্রধান।

