Tuesday, December 2, 2025

দিলীপকে বাংলো খালি করার নির্দেশ রেলের, জবরদখলের জন্য ফাইন চাওয়া উচিত দাবি কুণালের

Date:

Share post:

খড়্গপুরে রেলের বাংলো জবরদখল করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের (Kunal Ghosh) পোস্টের পর এবার পদক্ষেপ করল রেল। বৃহস্পতিবার সকালে পদ্মনেতাকে রেলের তরফে নোটিশ পাঠিয়ে আগামী ১৭ এপ্রিলের মধ্যে বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলে (TMC) রাজ্য সাধারণ সম্পাদক বলেন, এটা তো হওয়ারই ছিল। দিলীপ ঘোষ ওখানকার সাংসদ বা বিধায়ক কেউই নন, অথচ ওই বাড়িকে তিনি বিজেপির পার্টি অফিসের মতো ব্যবহার করেন। যখন প্রশ্নটা তোলা হলো তখন গেরুয়া নেতা সমালোচনা করলেন। এখন রেল যখন বলেছে, তখন প্রাক্তন সাংসদকে ওই বাংলো খালি করতেই হবে। পাশাপাশি এতদিন জবরদখল করে থাকার জন্য রেলের উচিত আইনগতভাবে দিলীপ ঘোষের থেকে ভাড়া এবং ফাইন দুটোই নেওয়া উচিত বলে দাবি কুণালের।

খড়্গপুরে গেলে রেলের একটি বাংলোতে থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি সেখানে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভও হয়েছিল। রেলের কর্মী আধিকারিক বা প্রশাসনিক কোনও পদে না থাকা সত্ত্বেও কীভাবে এই বাংলোতে থাকেন দিলীপ তা নিয়ে বিস্তারিত জানতে রেলকে একটি আরটিআই করা হয়। দেখা যায় বর্তমানে খড়গপুর রেল কলোনির ৬৭৭ নম্বর বাংলোটি কারো নামে রাখা নেই ২০১৯ সালে তুষার কান্তি ঘোষকে দেওয়া হয়েছিল সেই মেয়াদ শেষ হয়ে গেছে ২০২০ সালের মার্চ মাসে। এরপরই আরটিআই এর কপি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল। প্রশ্ন তোলেন কেন বিনা অনুমোদনে পাঁচ বছর ধরে দিলীপবাবু ওই বাংলো ব্যবহার করছেন। এরপরই পদক্ষেপ করল রেল। যদিও বাড়ি খালি করার নোটিশ পাওয়ার পরও নিজের অবস্থানে অনড় দিলীপ।

spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...