Friday, August 22, 2025

লিগ শিল্ড জয়ই মোটিভেশন জোগাচ্ছে, ফাইনালের আগে আত্মবিশ্বাসী মোলিনা

Date:

Share post:

শুক্রবার রাত পোহালেই আইএসএল ফাইনাল(Isl Final)। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষ মুহূর্তের ছক কষতে ব্যস্ত দুই শিবিরের কোচই। তবে হোসে মোলিনা যে কার্যত প্রস্তুত তা এদিন তাঁর শরীরি ভাষাতেই ছিল স্পষ্ট। অতীত কথা মনে রাখতে নারাজ তিনি। কোনওরকম চাপ নেই। লিগ শিল্ড জেতাটাই এই ফাইনালে নামার আগে প্রধান মোটিভেশন এখন হোসে মোহনবাগান কোচ হোসে মোলিনার(Jose Molina) কাছে।

শুক্রবার সকাল থেকেই যুবভারতীত সাজো সাজো রব। আইএসএল ট্রফি নিয়ে ফটোসেশনে দুই দলের কোচ থেকে অধিনায়ক। তবে এটুটু ছোঁয়াতে কি মন ভরে। এই ট্রফিটা হাতে তোলাটাই তো এখন প্রধান লক্ষ্য হোসে মোলিনা(Jose Molina) থেকে শুভাশিস বোসদের(Subhashis Bose)। দলের আক্রম থেকে রক্ষণ এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে। বিশেষ করে শেষ ম্যাচে আপুইয়া যেমন খেলেছেন, সেটা যে গোটা দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলাই বাহুল্য।

গতবার শিল্ড জিতলেও আইএসএল ফাইনাল হারতে হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টকে(MBSG)। এবার আর কোনওরকম ভুল করতে চাননা হোসে মোলিনা। সেভাবেই প্রস্তুত হচ্ছে জেমি ম্যাকলরেন(Jamie Maclaren), জেসন কামিন্সরা(Jason Cummings)। সেইসঙ্গে রক্ষণে রয়েছেন শুভাশিসের মতো তারকা। এই মরসুমে অসাধারণ ফর্মে রয়েছেন শুভাশিস। সেটাও যে মোলিনার আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বেশ স্পষ্ট। গতবছর কী হয়েছিল তা নিয়ে এখন একেবারেই চিন্তিত নন মোলিনা। এবারে তাদের যা পারফরম্যান্স সেটাই দলের কাছে প্রধান মোটিভেশন।

সাংবাদিক সম্মেলনে হোসে মোলিনা জানিয়েছেন, “অতীতে কী হয়েছিল তা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। দলের জন্য সেরাটাই দিতে চাই। আমি ভালো পারফরম্যান্স করেই লিগ শিল্ড জিতেছিলাম। আইএসএল ট্রফি জেতার জন্য সেটাই আমাদের বাড়তি মোটিভেট করছে। গতবারের কথা ভেবে মোটিভেট হওয়ার কোনও কারণই নেই। আমার দল যথেষ্ট আত্মবিশ্বাসী”।

বেঙ্গালুরু(BFC) শিবিরে রয়েছেন সুনীল ছেত্রী, উইলিয়ামসদের মতো ফুটবলাররা। তাদের আটকাতে যে মোহনবাগানেরও ছক প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত মনবীর সিংকে খেলানোর একটা চেষ্টা চলছে। শোনাযাচ্ছে ইঞ্জেকশন দিয়ে তাঁকে মাঠে নামানোর একটা পরিকল্পনা রয়েছে। আসল বেঙ্গালুরুর বিরুদ্ধে পূর্ণশক্তি নিয়েই মাঠে নামতে চাইছেন হোসে মোলিনা।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...