প্রথম থেকেই কেন্দ্রের ওয়াকফ বিলের প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। সংসদের ভেতরে ও বাইরে এই ইস্যুতে লাগাতার আন্দোলন করেছেন তৃণমূল সংসদেরা। গোটা বাংলা জুড়ে চলছে ওয়াকফ প্রতিবাদ। এবার সেই ওয়াকফ বিলের প্রতিবাদ সভা হতে চলেছে নেতাজি ইনডোরে। সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথা জানিয়েছেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

মন্ত্রী বলেন, এই সভায় ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর অবস্থান স্পষ্ট করবেন। সভায় উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। আগামী ১৬ এপ্রিল হবে এই সভা। ওয়াকফ বিল নিয়ে বিজেপি সরকার যেভাবে প্রথম থেকেই গা জোয়ারি করেছে এবং মধ্যরাতে ওয়াকফ বিল পাশ করিয়েছে তা নজিরবিহীন। গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ধিক্কার রব উঠেছে। বিজেপির এই একপেশে রাজনীতি আর কত দিন— উঠছে সেই প্রশ্নও। স্বরাষ্ট্রমন্ত্রী মুখে বলছেন সংখ্যালঘুদের সম্পত্তি সুরক্ষিতই থাকবে। কিন্তু তাঁর এই ছেঁদো আশ্বাসে চিঁড়ে ভিজছে না। তার কারণ, উগ্র হিন্দুত্ববাদের রাজানীতির পোস্টার বয়েরা ওয়াকফ বিল নিয়ে আন্তরিকতার দরদ দেখাবেন একথা এখনও বিশ্বাস করে না দেশবাসী। ফলে ক্ষোভ-বিক্ষোভ-প্রতিবাদ-ধরনা চলছেই। এই অবস্থায় চলতি মাসের ১৬ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোরের সভা থেকে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছেন সকলে।

আরও পড়ুন – প্রেস ক্লাবে ফোটোগ্রাফারদের মেম্বারশিপ, হস্তক্ষেপ করল না হাই কোর্ট

_

_

_

_

_

_

_

_

_