Tuesday, November 11, 2025

এক ম্যাচ বাকি থাকতেই আইডব্লুএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Date:

Share post:

ছেলেরা পারেনি। কিন্তু করে দেখাল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড(Eastbengal womens)। মহিলাদের ফুটবলে ভারতসেরা ইস্টবেঙ্গল। এদিন কল্যাণী স্টেডিয়ামে ওড়িশা এফসির(ODISHA FC) বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। জিততে পারলেই চ্যাম্পিয়নের মুকুট উঠবে তাদের মাথায়। হাড্ডহাড্ডি লড়াইয়ের পর সেটাই হল। ওড়িশা এসিকে ১-০ গোলে হারিয়ে আইডব্লুএল(IWL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল(Eastbengal Womens) মহিলা ফুটবল দল। সেইসঙ্গে ইতিহাসও গড়লেন তারা। মহিলাদের হাত ধরেই দীর্ঘদিন পর ভারতের শীর্ষ লিগের ট্রফি ঢুকল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে।

এখনও একটা ম্যাচ অবশ্য বাকি রয়েছে ইস্টবেঙ্গলের। কিন্তু এই ম্যাচ জেতার পর সেটা এখন নেহাতই নিয়মরক্ষার। এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে এদিন শুরু থেকেই লড়াইটা ছিল হাড্ডহাড্ডি। প্রথমার্ধে কোনও পক্ষ গোলও করতে পারেনি।

যদিও ইস্টবেঙ্গলকে গোল পেতে দ্বিতীয়ার্ধে খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৬৭ মিনিটে সৌম্যার(Soumya) গোল। আর তাতেই জয় নিশ্চিত ইস্টবেঙ্গল মহিলা ব্রিগেডের। এরপরই সিআরসেভেনের স্টাইলে সেলিব্রেশন। সেইসঙ্গেই ভারত সেরার তকমা পান্থোই, সুইটি দেবীদের(Sweety Devi)।

এই ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গলের(Eastbengal womens) পয়েন্ট এখন ৩৪। ১৩টি ম্যাচের মধ্যে ১১টি জয় এবং একটিতে ড্র। এখনও অবশ্য একটা ম্যাচ বাকি রয়েছে তাদের। পরের ম্যাচে গোলুকামের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। যদিও সেই ম্যাচে গোকুলাম জিতলেও কিছু হবে না। ৩৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এখন ইস্টবেঙ্গল। ২০০৩ মরসুমে শেষবার ইস্টবেঙ্গল জাতীয় লিগ জিতেছিল। কিন্তু এরপর ভারতের শীর্র লিগ জেতেনি তারা। এই প্রথমবার ভারতের শীর্ষলিগ সেই মেয়েদের হাত ধরেই এল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...