Wednesday, December 3, 2025

ম্যাকলরেন-কামিন্সের গোলে দ্বিমুকুট মোহনবাগানের, উচ্ছ্বাসে মাতোয়ারা সবুজ-মেরুন জনতা

Date:

Share post:

আইএসএলের(ISL) রং সবুজ-মেরুন(Green and Maroon)। জেমি ম্যাকলরেনের(Jamie Mclaren) দুরন্ত গোলে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্ট(mbsg)। গতবার হাবাস পারেননি। কিন্তু হোসে মোলিনা(Jose Molina) করে দেখালেন। যুবভারতীতে পিছিয়ে থেকেও এদিন দুর্ধর্ষ কামব্যাক। ইতিহাস তৈরি করল সবুজ-মেরুন ব্রিগেড। শিল্ড জেতার পর এবার আইএসএল ট্রফিটাও নিজেদের ঘরেই রাখল মোহনবাগান। রেফারির ফাইনাল বাঁশিটা শুধু বাজার অপেক্ষা ছিল। এরপরই মাঠে শুরু সেলিব্রেশন। ফুটবলাররা মাঠে। আর গ্যালারী তখন সবুজ-মেরুন আবির, মশালে উজ্জ্বল। আর গোটা মাঠ জুড়ে তখন একটাই আওয়াজ। “জয় মোহনহবাগান”

জেসন কামিন্স(Jason Cummings) সমতায় ফেরায় মোহনবাগানকে(MBSG)। তবে আসল  বাজিমাতটা করেন জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। কেন তিনি বিশ্বকাপার, সেটা বোধহয় এদিনের যুবভারতীতে(YBVK) ফের একবার বুঝিয়ে দিলেন। একটাই সুযোগ, আর সেটাই গোল। সেইসঙ্গেই যুবভারতী জুড়ে উচ্ছ্বাস সবুজ-মেরুন সমর্থকদের। ফাইনালের মঞ্চে নায়ক যে ম্যাকলরেন তা বলার অপেক্ষা রাখে না।

ম্যাচে নামার আগে থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। চাপটা যে মোহনবাগান(MBSG) ফুটবলারদের ওপরই বেশি ছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে মানসিকভাবে প্রস্তুত ছিলেন তারা। সেইসঙ্গে গ্যালারি থেকে দর্শকদের গর্জন। তবে প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। যে সুযোগ গুলো এসেছিল, কাজে লাগাতে পারলে হয়ত এগিয়ে যেতেই পারত তারা। কিন্তু হয়নি।

বিরতির পরই আত্মঘাতি গোল অ্যালবার্তো রডরিগেজের। কিছুক্ষণের জন্য গোটা যুবভারতী যেন নিস্তব্ধ। তবে সেটা ছিল কিছুক্ষণের জন্য। এরপরই ম্যাকলরেনদের(Jamie Maclaren) তাঁতাতে শুরু করে সমর্থকরা। আক্রমণে ঝাঁঝ বাড়াতে শুরু করে মোহনবাগানও। মোলিনার ছক বদল। শুরু মুহূর্মুহু আক্রমণ। কখনও ম্যাকলরেন, তো কখনও কামিন্স। তো আবার স্টুয়ার্ট। বেঙ্গালুরুর(BFC) রক্ষণকে ক্রমশ চাপে ফেলতে থাকা তারা।   সেখানেই ম্যাকলরেনকে আটকাতে গিয়ে ভুল করে হ্যান্ডবল। মোহনবাগান পেনাল্টি পায়। জালে বল জড়াতে ভুল করেননি জেসন কামিন্স। সমতায় ফেরে মোহনবাগান। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানে আর মোহনবাগানকে আটকে রাখতে পারেনি বেঙ্গালুরু রক্ষণ বাহিনি। জেমি ম্যাকলরেনের(Jamie Maclaren) দুরন্ত শট, গুরপ্রীতের কিছুই করার ছিল না আর। এরপর শুধুই সকলের অপেক্ষা ছিল রেফারির শেষ বাঁশিটা বাজার।  অতিরিক্ত সময় শেষ হতেই দিমি, কামিন্সের স্টেনগান চালানো শুরু। আর গোটা মাঠ জুড়ে তখন একটাই আওয়াজ জয় মোহনবাগান।

spot_img

Related articles

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...