সোনার দামে নয়া রেকর্ড, আরও মহার্ঘ হলুদ ধাতু!

শুল্ক যুদ্ধের জেরে বিশ্বে বাড়তে থাকা আর্থিক অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলেছে সোনার দামে (Gold Price)। রবিবার অর্থাৎ ১২ এপ্রিল কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দর ৪০০ টাকা বেড়ে হয়েছে ৯৪ হাজার ৫৫০ টাকা, যা জিএসটি যোগ করে দাঁড়ায় ৯৭,৩৮৬ টাকা। গয়না সোনার দাম পৌছেছে সাড়ে বিরানব্বই হাজার টাকার বেশি। ব্যবসায়ীরা বলছেন, আমেরিকা যে খুচরো হিরে ও সোনার গয়না আমদানি করে, তার ৩০ শতাংশ যায় চিন থেকে। ভারত থেকে যায় মাত্র ৩ শতাংশ। ফলে মার্কিন মুলুক চিনা পণ্যের শুল্ক বিপুল বাড়ানোয় চিনা গয়নার দামও বাড়বে।আর এতেই কমবে সরবরাহ। বিয়ের লগন শুরু হওয়ার আগে হলুদ ধাতুর দাম বাড়ায় চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। এক নজরে দেখে নেওয়া যাক আজ সোনা রুপোর দাম কত হলো-

১ গ্রাম ১০ গ্রাম

পাকা সোনার বাট ৯৪০৫ ₹ ৯৪০৫০ ₹

খুচরো পাকা সোনা ৯৪৫৫ ₹ ৯৪৫৫০ ₹

হলমার্ক সোনা ৮৯৮৫০ ₹ ৮৯৮০০ ₹

সোনার দাম (Gold Price) আর রুপোর দামের পরিবর্তন তাল মিলিয়ে চলতে থাকে। রবিবার রুপোর দাম অনেকটাই বেড়েছে। প্রতি কেজি রুপোর বাটের দাম ৯৫ হাজার ৫০০ টাকা। ১ কেজি খুচরো রুপোর দাম হয়েছে ৯৫ হাজার ৬০০ টাকা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন সোনা বা রুপো দুক্ষেত্রেই ক্রেতার সংখ্যা আগের থেকে অনেকটা কমেছে। তার তুলনায় অনেকেই পুরনো গয়না বিক্রি করতে আগ্রহী হচ্ছেন।