Monday, January 12, 2026

চ্যাম্পিয়ন মোহনবাগানকে শুভেচ্ছা ঋষভ পন্থের

Date:

Share post:

আইএসএলে(ISL) দ্বিমুকুট জয়ী মোহনবাগান(MBSG)। উৎসবে মাতোয়ারা সমর্থকরা। ড্রেসিংরুমে ফিরে সেলিব্রেশন শরু ফুটবলারদেরও। সেই আনন্দের মুহূর্তেই আইপিএলের মঞ্চ থেকে মোহনবাগান সুপারজায়ান্টকে শুভেচ্ছা বার্তা ঋষভ পন্থের(Rishabh Pant)। শুধু তিনিই নন, শুভেচ্ছে বার্তা পাঠালেন আরও বঙ্গ তনয় আকাশদীপ(Akashdeep)। মোহনবাগান সুপারজায়ানটের সাফল্যে উচ্ছ্বসিত এই দুই ক্রিকেটারও। ঋষভ পন্থের শুভেচ্ছবার্তা যে মোহনবাগানের সাফল্যের সেলিব্রেশনের মাত্রাটা আরও একটু বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

জেসন কামিংস(Jason Cummings) এবং জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। দুই অজি তারকার দাপটের সামনে যুবভারতীতে শেষপর্যন্ত হার মানতেই হয় বেঙ্গালুরু এফসিকে। দ্বিতীয়ার্ধে জেসন কামিংসের গোল থেকে সমতায় ফেরে মোহনবাগান। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে, সেখানে জেমি ম্যাকলরেনের দুরন্ত পারফরম্যান্স। তাঁর গোলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলে মোহনবাগান(MBSG)। এরপর থেকেই শুভেচ্ছো বার্তার ঢল নামে সোশ্যাল মিডিয়াতে। ইনস্টাগ্রামেই মোহনবাগানকে শুভেচ্ছাবার্তা ঋষভ পন্থ এবং আকাশদীপের।

ঋষভ পন্থ সেই ভিডিওতে জানিয়েছেন, “মোহনবাগান এবং সঞ্জীব স্যারকে অভিনন্দন। মোহনবাগানকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক শুভেচ্ছা”। ঋষভ পন্থের পাশাপাশি সেই ভিডিওতে ছিলেন আকাশদীপও। মোহনবাগানের উদ্দেশ্যে তিনিও শুভেচ্ছা বার্তা পাঠান। বাংলার হয়ে খেলার ফলে মোহনবাগান নিয়ে উন্মাদনাটা তিনি যে বেশ ভালভাবে জানান তা বলার অপেক্ষা রাখে না।

মোহনবাগানের(MBSG) ট্রফি জয়ের পরই সেলিব্রেশনে মেতেছে সমর্থকরা। একই ছবি মোহনবাগান ফুটবলারদেরও। মাঠ থেকে ফেরার পরই ড্রেসিংরুমে শুরু উল্লাস। শুভাশিস(Subhasish Bose), দীপক টাংরি, আশিস রাইদের ট্রফিকে ঘিরে রেখে নাচ। সেইসঙ্গে গানও চলছিল। টিম হোটেলে ফেরার পর সেই উচ্ছ্বাস আরও বাড়ে। কার্যত রাতভরই উৎসবে মেতেছিলেন মোহনবাগান ফুটবলাররা।

সামনে কয়েকদিনের ছুটি। চ্যাম্পিয়নশিপের রাতেই বেশিরভাগ ফুটবলাররা অবশ্য ছুট্ কাটাতে বেড়িয়ে পড়েছেন। সকলেই আপাতত কয়েকটা দিন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত। কারণ এরপর থেকেই তো আবার সুপার কাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে সবুজ-মেরুণ ব্রিগেডের।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...