২৬/১১ মুম্বাই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানা (Tahawwur Rana) এখন ভারতের হাতে। রবিবার তাঁর এনআইএ (NIA) হেফাজতের তৃতীয় দিন। তদন্তকারীদের অনুমান বাণিজ্য নগরীতে হামলার পরিকল্পনা হচ্ছিল ২০০৫ সাল থেকে। রানার ফোনালাপ সংক্রান্ত তথ্য বের করে তাঁর দাউদ যোগের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে যে হামলা হয়েছিল সেখানে তাহাউর নিজে ফোনে নির্দেশ দিয়েছিলেন? উত্তর পেতে ধৃতের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার চিন্তাভাবনা NIA আধিকারিকদের।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর মুম্বই হামলার পরিকল্পনার নেপথ্যে কতজন ছিলেন, পর্দার আড়াল থেকেই বা কারা কাজ করেছেন সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে একগুচ্ছ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। রানাকে জেরা করতে গিয়ে ইতিমধ্যেই দুবাইয়ের এক ব্যক্তির নাম উঠে এসেছে। তাঁর সঙ্গে ডি কম্পানির যোগাযোগের বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।। পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের (ISI ) সঙ্গে রানার যোগাযোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে রানার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন বলে মনে করছে এনআইএ। ফোনালাপের সঙ্গে রানার কণ্ঠ মিলিয়ে দেখা হবে। হেফাজতে থাকা অবস্থায় পাক বংশোদ্ভূত কানাডিয়ান কেন্দ্রীয় এজেন্সির কাছে তিনটি জিনিস চেয়েছেন বলে জানা গেছে- কাগজ, কলম এবং কোরান। নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সে এনআইএ দফতরের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কুঠুরিতে তাঁকে রাখা হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–

–