Saturday, November 8, 2025

চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে ইন্টারকাশি! রায় ঘোষণার অপেক্ষা

Date:

Share post:

ফেডারেশন কী তবে ইন্টারকাশিকেই(Interkashi) এবারের আইলিগ(I league) চ্যাম্পিয়ন ঘোষণা করতে চলেছে। আগামী ১৬ এপ্রিল আপিল কমিটির সিদ্ধান্ত ঘোষণা হওয়ার কথা। শোনাযাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পথে নাকি তারাই এগিয়ে রয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছিল আপিল কমিটি। তবে শোনাযাচ্ছে আইএফএফের আপিল কমিটিও নাকি এই ইন্টারকাশিকেই এবার আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে চলেছে। এমনটা হলেই যে ফুটবল মহলে ফের একটা বিতর্কের ঝড় উঠতে চলেছে তা বলাই যায়।

ইতিমধ্যেই ফেডারেশন(AIFF) এবং সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে আইলিগের একাধিক ক্লাব পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। চার্চিল(Churchill Brothers) থেকে রিয়্যাল কাশ্মীর(Real Kashmir) সকলেরই একটাই অভিযোগ ছিল যে ফেডারেশন নাকি এবার ইন্টার কাশিকে জোর করে চ্যাম্পিয়ন করতে চাইছে। যদিও ফেডারেশনের তরফে কেউই মুখ খুলতে চাইছেন না। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

তবে সূত্রের মারফৎ জানাযাচ্ছে যে শৃঙ্খলা রক্ষা কমিটিও নাকি ইন্টারকাশির পক্ষেই রায় দিতে চলেছে। অর্থাৎ আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আসন্ন মরসুমে আইএসএল খেলতে যাবে ইন্টার কাশি। এই নিয়েই এখন জোর গুঞ্জন ভারতীয় ফুটবল মহলে।

এই ঘটনার সূত্রপাত ইন্টারকাশি(Interkashi) বনাম নামধরী(Namdhari) ম্যাচের থেকে। নামধারীর বিরুদ্ধে সেই ম্যাচ ২-০ গোলে হেরে গিয়েছিল ইন্টারকাশি। এরপরই তারা ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছিল। নামধারীর আবৈধ ফুটবলারকে খেলানো নিয়ে। এরপরই বিষয়টা যায় শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। তারা ইন্টারকাশিকে তিন গোল ও তিন পয়েন্ট দিয়ে দেয়। সিদ্ধান্তের বিরোধিতা করে আপিল কমিটিতে যায় নামধারী। এরপরই তারা আবার স্থগিতাদেশ জারি করেছে।

কিন্তু এই তিন পয়েন্ট যদি বহাল থাকে তবে সরাসরি চ্যাম্পিয়ন হচ্ছে ইন্টারকাশি। আবার এই ঘটনা নিয়ে তীব্র বিরোধিতা করেছে চার্চিল ব্রাদার্সও। কারণ এই মুহূর্তে তারা চ্যাম্পিয়ন। এমনভাবে পয়েন্ট দেওয়া যায়না বলেই দাবী জানিয়েছে তারা। ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করলে তারা আইলিগ থেকে সরে যাওয়ারই হুমকি দিয়েছে। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে চার্চিল ব্রাদার্সই(Churchill Brothers)। চ্যাম্পিয়ন হওয়ার দিকেও এগিয়ে তারা।

কিন্তু ফেডারেশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে তারা। বারবার চার্চিল দাবী করছে যে ফেডারেশন নাকি ইচ্ছা করে ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন করতে চাইছে। ইতিমধ্যেই সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে চার্চিল। তাদের দাবী এখনও পর্যন্ত লিগ তালিকায় শীর্ষে থাকলেও, সুপার কাপে আইলিগের তৃতীয় দল হিসাবেই ধরা হচ্ছে তাদের। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সকলে।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...