Friday, July 4, 2025

রাজধানীতে চাকরিহারারা: সুপ্রিম শুনানির আগেই চাকরি ফেরানোর দাবি

Date:

Share post:

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের (WBSSE) দায়ের করা মামলা শুনানি সম্ভাবনা। তার আগেই রাজধানীতে আন্দোলনে চাকরিহারা যোগ্য শিক্ষকরা (untainted teachers)। শুনানির দিকে তাকিয়ে রয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক সমাজ। কলকাতায় শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় তাঁরা স্পষ্ট করে দিয়েছিলেন ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টে (Supreme Court) কারা কি অবস্থান নেন তা দেখে তারা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবেন। বুধবার দিল্লির যন্তরমন্তরের সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীন তাঁরা বার্তা দিলেন তাঁরা প্রায় এক মাস ব্যাপী আন্দোলন চালিয়ে যাবেন। মূলত বাংলাতেই আন্দোলন জারি থাকবে।

সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে বাংলার বিরাট সংখ্যায় স্কুল শিক্ষক সংকটে পড়বে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার সিদ্ধান্তে। সেই মতো রায়ের পুণর্বিবেচনার (review petition) আবেদন জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফেও রায় পুণর্বিবেচনার আবেদনে রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি শুরু হয়েছে। তার আগেই মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) দায়ের করা আবেদনের শুনানির সম্ভাবনা বৃহস্পতিবার।

মধ্যশিক্ষা পর্ষদের মামলার শুনানির দিকে তাকিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকরা। সেই শুনানিতে একদিকে শিক্ষক না থাকায় বঞ্চিত রাজ্যের বিপুল সংখ্যায় পড়ুয়ার জন্য যেমন সওয়াল চালাবে মধ্যশিক্ষা পর্ষদ (WBSSE), তেমনই রায়ের পুণর্বিবেচনায় (review) চাকরি বাতিলের রায়েরও বদল হওয়ার আশা রাখছেন চাকরিহারা শিক্ষকরা। সেই মামলায় কারা মধ্যশিক্ষা পর্ষদের বিরোধিতা করছে তার উপরই কারা চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছেন, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনে নামা শিক্ষক সমাজ।

বুধবার যন্তর মন্তরের বাইরে শিক্ষক সমাজের ৭০ জন অবস্থান বিক্ষোভে বসেন। তাঁরা তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। সংবিধানের উল্লেখ করে তাঁরা তাঁদের দাবি পেশ করেন।

spot_img

Related articles

তিনদিন টানা বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা জেনে নিন

পূর্বাভাস ছিলই। সেই মতো শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। কিছু জেলায় বেশি, তো কিছু...

ভোররাতে সাউথ ক্যালকাটা ল কলেজে পুলিশ! সঙ্গে অভিযুক্তরা

আইন কলেজের ধর্ষণের ঘটনায় অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে মূল ঘটনাকে মেলানোর কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে জারি রেখেছে কলকাতা পুলিশ...

দায়িত্ব নেননি সন্তানের, তবু সন্তানকেই মায়ের ভার দিল আদালত 

দায়িত্ব পালন করেননি মা। সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু আদালতের চোখে এর পরেও সন্তান মায়ের দায়িত্ব অবহেলা করতে...

গুলিবিদ্ধ তৃণমূল কোচবিহার পঞ্চায়েত সমিতির সদস্য! অভিযুক্ত বিজেপি 

দলীয় কার্যালয় থেকে বেরোতেই পরপর পাঁচটি গুলি। বিজেপির দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গুলিবিদ্ধ কোচবিহারের (Coochbihar) তৃণমূল...