Friday, January 2, 2026

ওয়াংখেড়েতে নায়ক উইল জ্যাকস, সাত নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালসের পর এবার সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। আবারও একটা দুরন্ত জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স(MI)। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল সূর্যকুমারের(Suryakumar Yadav) দল। উইল জ্যাকসের(Will Jacks) অল রাউন্ড পারফরম্যান্স অবং শেষ মুহূর্তে হার্দির পাণ্ডিয়ার(Hardik Pandya) ঝোরো ইনিংসেই বাজিমাত মুম্বই ইন্ডিয়ান্সের। এই জয়ের সঙ্গেই লিগ টেবিলে সাত নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। এই ধারা মুম্বই ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। শুরু থেকেই সানরাইজার্স হায়দরাবাদকে চাপে রাখার কৌশল ছিল তাদের। অভিষেক শর্মা শুরু থেকে আক্রমণাত্মক থাকলেও, বাকি ব্যাটাররা এদিন সেভাবে সফল হতে পারেননি। বিশেষ করে ট্রেভিস হেড এবং ঈশান কিষাণ। অভিষেক ২৮ বলে করে ৪০ রান।

শেষের দিকে হেনরিখ ক্লাসেনের ৩৭ রানের সৌজন্যে ১৬২ রানে পৌঁছয় সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এদিন সেরা বোলিং পারফরম্যান্স উই জ্যাকসের(Will Jacks) ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।

জবাবে ব্যাটিং করতে নেমে ৬২ রানের মধ্যে ২ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা এদিনও ইমপ্যাক্ট ক্রিকেটার। ২৬ রান করেন তিনি। বোলিংয়ের পর ব্যাট হাতেও সফল উইল জ্যাকস। সূর্যকুমার যাদবের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়ার ৯ বলে ২১ রানের ঝোরো ইনিংস। আর তাতেই বাজিমাত। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...