Sunday, January 11, 2026

ইস্টবেঙ্গলের আবেদনে সাড়া ফেডারেশনের, ক্রীড়ামন্ত্রীর হাতে উঠল আইডব্লুএল ট্রফি

Date:

Share post:

এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। ঘরের মাঠে গোকুলাম এফসির বিরুদ্ধে নামার আগেই ফেডারেশনের কাছে বিশেষ আর্জি জানিয়েছিল লাল-হলুদ শিবির। চ্যাম্পিয়নের ট্রফিটা কোচ, অধিনায়কের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের(Arup Biswas) হাতে আইডব্লুএল(IWL) ট্রফিটা তুলে দেওয়ার আর্জি করেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেই কথা মেনে নিয়ে তেমনটাই করল ভারতীয় ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল মাঠে কোচ, অধিনায়কের সঙ্গে আইডব্লুএল ট্রফি উঠল ক্রীড়ামন্ত্রীর হাতে। গোকুলাম কেরালাকে এই ম্যাচে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল মহিলা দল।

এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। অপেক্ষা ছিল শুধু ট্রফিটা হাতে ওঠার। ঘরের মাঠেই শেষ ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রমিলা বাহিনী। সেখানেই ইস্টবেঙ্গলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আগের দিনই ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছিল এই কথা। ইস্টবেঙ্গল মহিলা ফুটবলে বাংলার প্রতিনিধিত্ব করেছে। সেই কারণেই তারা চাইছিল ক্রীড়ামন্ত্রীর হাতে উঠুক ট্রফি। সেই কথা রাখল ফেডারেশনও। এদিন গোকুলামের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল লাল-হলুদ মহিলা বাহিনী।

ম্যাচের প্রথমার্ধেই এলসাদাইয়ের জোড়া গোল। ম্যাচ জয় কার্যত তখনই পাকা হয়ে গিয়েছিল । কিন্তু ইস্টবেঙ্গল তাদের আক্রমণ এতটুকুও থামায়নি। ম্যাচের বয়স যখন ৪২ মিনিট সেই সময় সৌম্যার(Soumya) গোল। প্রথমার্ধেই জয়টা পাকা করে ফেলছিল লাল-হলুদ মহিলা ব্রিগেড। দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোল হয়নি।রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গেই মাঠে শুরু সেলিব্রেশন। ইস্টবেঙ্গল ক্লাব জুড়ে সমর্থকদের উচ্ছ্বাসও ছিল এদিবন দেখার মতো।

spot_img

Related articles

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...