Sunday, August 24, 2025

দাদার বিয়ে জানেন না ভাই! বিস্ফোরক দিলীপ অনুজ হীরক

Date:

Share post:

শুক্রবারই ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগদান সেরেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গোটা রাজ্য সেই খবরে মশগুল ছিল দিনভর। স্বাভাবিকভাবেই ঘোষ পরিবারের জন্য এটা একটা বিশেষ দিন হওয়ার কথা ছিল। কিন্তু দিলীপ ঘোষের গোপিবল্লভপুরের (Gopiballavpur) বাড়িতে সেই খুশির ছিটেফোঁটাও ছিল না শুক্রবার। বিজেপি নেতার সহোদর জানালেন তিনি আদৌ জানতেন না তাঁর দাদার বিয়ে। শুক্রবারের বিয়েবাড়িতে উপস্থিতি নিয়ে দিলীপের কথাতেও স্পষ্ট, আমন্ত্রণই ছিল না পরিবারের কারো।

বেশ কিছুদিন মা পুষ্পলতা ঘোষকে নিয়ে কলকাতার বাড়িতে থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যদিকে গোপিবল্লভপুরের বাড়িতে থাকেন তাঁর অন্য ভাইরা। উৎসব অনুষ্ঠানে প্রায়ই তিনি সেই বাড়িতে যান। রাজনীতির ময়দান থেকে সময় বের করে পরিবারের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ থাকারও দাবি করেছেন তিনি। কিন্তু তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে দেখা গেল একেবারে অন্য ছবি।

গোপিবল্লভপুর থেকে দিলীপ ঘোষের ছোট ভাই হীরক ঘোষ (Hirak Ghosh) জানান, তাঁরা জানতেনই না দাদার বিয়ে। তাঁরা সংবাদ মাধ্যমের কাছেই বিয়ের খবর পান। যেহেতু মা এখন দিলীপের কাছেই থাকেন, তাই তাঁর বিয়েতে অনুমতি দেওয়ার বিষয়টিও জানা নেই তাঁদের। এমনকি বড় দাদা কলকাতা থেকে দুদিন আগে ফিরেছেন। তিনিও বিয়ের বিন্দুবিসর্গ জানতেন না। তাই শুক্রবার কলকাতায় গিয়ে দাদার বিয়েতে যোগ দেওয়ারও কোনও প্রশ্ন ছিল না।

যে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন শুক্রবার দিলীপ ঘোষ আয়োজন করেছিলেন, সেখানে আমন্ত্রিতের সংখ্যাও ছিল খুব কম। তিনি নিজেই জানান, তিনি বিয়ের আয়োজন সামান্য রাখার চেষ্টা করেন তিনি। সেখানেই উল্লেখ করেন তাঁর সহধর্মিনীর পরিবারের বেশ কিছু মানুষ এসেছিলেন। তাঁদের জন্য খাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই স্পষ্ট হয়ে নিজের পরিবারকে এই বিয়ের অনুষ্ঠানে ব্রাত্যই রেখেছিলেন দিলীপ ঘোষ।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...