Sunday, November 9, 2025

দাদার বিয়ে জানেন না ভাই! বিস্ফোরক দিলীপ অনুজ হীরক

Date:

Share post:

শুক্রবারই ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগদান সেরেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গোটা রাজ্য সেই খবরে মশগুল ছিল দিনভর। স্বাভাবিকভাবেই ঘোষ পরিবারের জন্য এটা একটা বিশেষ দিন হওয়ার কথা ছিল। কিন্তু দিলীপ ঘোষের গোপিবল্লভপুরের (Gopiballavpur) বাড়িতে সেই খুশির ছিটেফোঁটাও ছিল না শুক্রবার। বিজেপি নেতার সহোদর জানালেন তিনি আদৌ জানতেন না তাঁর দাদার বিয়ে। শুক্রবারের বিয়েবাড়িতে উপস্থিতি নিয়ে দিলীপের কথাতেও স্পষ্ট, আমন্ত্রণই ছিল না পরিবারের কারো।

বেশ কিছুদিন মা পুষ্পলতা ঘোষকে নিয়ে কলকাতার বাড়িতে থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যদিকে গোপিবল্লভপুরের বাড়িতে থাকেন তাঁর অন্য ভাইরা। উৎসব অনুষ্ঠানে প্রায়ই তিনি সেই বাড়িতে যান। রাজনীতির ময়দান থেকে সময় বের করে পরিবারের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ থাকারও দাবি করেছেন তিনি। কিন্তু তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে দেখা গেল একেবারে অন্য ছবি।

গোপিবল্লভপুর থেকে দিলীপ ঘোষের ছোট ভাই হীরক ঘোষ (Hirak Ghosh) জানান, তাঁরা জানতেনই না দাদার বিয়ে। তাঁরা সংবাদ মাধ্যমের কাছেই বিয়ের খবর পান। যেহেতু মা এখন দিলীপের কাছেই থাকেন, তাই তাঁর বিয়েতে অনুমতি দেওয়ার বিষয়টিও জানা নেই তাঁদের। এমনকি বড় দাদা কলকাতা থেকে দুদিন আগে ফিরেছেন। তিনিও বিয়ের বিন্দুবিসর্গ জানতেন না। তাই শুক্রবার কলকাতায় গিয়ে দাদার বিয়েতে যোগ দেওয়ারও কোনও প্রশ্ন ছিল না।

যে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন শুক্রবার দিলীপ ঘোষ আয়োজন করেছিলেন, সেখানে আমন্ত্রিতের সংখ্যাও ছিল খুব কম। তিনি নিজেই জানান, তিনি বিয়ের আয়োজন সামান্য রাখার চেষ্টা করেন তিনি। সেখানেই উল্লেখ করেন তাঁর সহধর্মিনীর পরিবারের বেশ কিছু মানুষ এসেছিলেন। তাঁদের জন্য খাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই স্পষ্ট হয়ে নিজের পরিবারকে এই বিয়ের অনুষ্ঠানে ব্রাত্যই রেখেছিলেন দিলীপ ঘোষ।

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...