Sunday, August 24, 2025

উজানযাত্রা থেকে ৪০৪৩ : ‘দুই হুজুরের গপ্পো’য় দুই সাহিত্যিকের প্রথম উপন্যাসের সাতকাহন

Date:

Share post:

একজন গত তিরিশ বছর ধরে সমৃদ্ধ করছেন বাংলা সাহিত্যকে। অন্যজন, তিরিশ বছর ধরে বিজ্ঞাপন জগতে কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে লিখেছেন জীবনের প্রথম উপন্যাস। শনিবাসরীয় বিকেলে সেই দুই লেখকের ‘লেখক’ হয়ে ওঠার লড়াই, ধৈর্য্য আর অধ্যবসায়ের কাহিনীতে সমৃদ্ধ হল ‘দুই হুজুরের গল্প’। আলিপুর জেল হিস্ট্রি মিউজিয়ামের সভাগৃহে নিজেদের লেখা উপন্যাস-সহ সাহিত্যচর্চা, লেখকের মনস্তত্ত্বের মতো বিষয়ে নিখাদ আড্ডা-আলোচনায় মারলেন দুই লেখক শ্রীজাত ও উজ্জ্বল সিনহা। আলাপচারিতায় তাঁদের সঙ্গী ছিলেন প্রকাশক শুভঙ্কর দে ওরফে অপুও। ঘণ্টাদেড়েকের কথোপকথনে উঠে এল একজন ‘সফল’ কবি হিসেবে শ্রীজাত’র উপন্যাস লেখার ভাবনা-চিন্তা থেকে শুরু করে কর্পোরেট জীবনে ৩০ বছর ধরে কাজ করার পর উজ্জ্বল সিনহার প্রথম উপন্যাসের নেপথ্য কাহিনী।

কলকাতার বিজ্ঞাপন ও লেখক মহলে অত্যন্ত পরিচিত মুখ উজ্জ্বল সিনহা। গতবছর প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘উজানযাত্রা’ অতি বড় সমালোচকেরও প্রশংসা কুড়িয়েছে। কিন্তু তিরিশ বছর ধরে বিজ্ঞাপন নিয়ে কাজ করার পর হঠাৎ উপন্যাস লেখার ইচ্ছা জাগল কেন? লেখক উজ্জ্বল সিনহার কথায়, বিজ্ঞাপন নিয়ে কাজ করতে করতে সবসময়ই তথাকথিত স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে কিছু লেখার ইচ্ছে ছিল। তার আগে টুকটাক যা লেখার চেষ্টা করেছি, সব ইংরেজিতে। কিন্তু স্বপ্ন দেখলাম বাংলায় আর ঘুম থেকে উঠে লিখতে বসলাম ইংরেজিতে, সেটা তো সম্ভব নয়! তাই ২০২০ সালে কোভিড চলাকালীন বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎই মনে হয়েছিল, আর নয়, এবার যা লিখব সব বাংলায়। তারপরই প্রথম উপন্যাস ‘উজানযাত্রা’ লেখা শুরু।

অন্যদিকে, পুরোদস্তুর সফল কবি হিসেবে পরিচিত শ্রীজাত হঠাৎ কবিতা ছেড়ে কল্পবিজ্ঞানে নির্ভর উপন্যাস ‘৪০৪৩’ লিখলেন কেন? শ্রীজাত’র উত্তরে, গদ্য লেখায় একটা নিজস্ব নেশা আছে। কারণ, নিজের তৈরি স্বাধীন পৃথিবীতে অনেক দিন বাঁচা যায়। উপন্যাসের মাধ্যমে লেখকের নিজের হাতে গড়া প্রত্যেকটা চরিত্র যত ছোটই হোক না কেন, চিরকাল লেখকের সঙ্গে থেকে যায়। এই নতুন নতুন সহচর পাওয়ার নেশা থেকেই উপন্যাস লেখার শুরু। আইওয়া বিশ্ববিদ্যালয়ের ডাকে একবার এক আন্তর্জাতিক লেখক কর্মশালায় যোগ দিয়েছিলাম। ছ’মাস বিশ্ববিদ্যালয় আর ভুট্টাক্ষেতে ঘেরা শহরে থাকতে থাকতে একঘেয়েমি থেকেই ‘৪০৪৩’ উপন্যাসের ভাবনা আসে। ২ হাজার বছর পরের প্রেক্ষাপট নিয়ে শ্রীজাত’র কল্পবিজ্ঞানের উপন্যাস ‘৪০৪৩’ নিয়ে শ্রীজাতকে প্রশংসায় ভরিয়ে দেন উজ্জ্বল সিনহা। আবার উজ্জ্বলের ‘উজানযাত্রা’ পড়ে শ্রীজাত’র প্রতিক্রিয়া প্রকাশ পায় কবি জীবনানন্দের ভাষায়, ‘এতদিন কোথায় ছিলেন?’

আরও পড়ুন – সতর্ক থাকুন! বিজেপি-আরএসএসের ঘৃণ্য রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না! রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...