ছুটির সকালে অন্য রূপে পদ্মশ্রী অরিজিৎ সিং (Arijit Singh)। স্ত্রীকে নিয়ে সাতসকালে ঊজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleswar Temple, Ujjain) পুজো দিলেন গায়ক। কপালে তিলক, গায়ে নামাবলির মতো কুর্তা আর লাল ধুতি পরিহিত অরিজিতের ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল।

দেশ ছাড়িয়ে বিশ্বের মাটিতেও বাংলার গায়কের নাম ছড়ালেও এখনো মাটির সঙ্গে পা রেখেই চলেন মুর্শিদাবাদের ছেলেটা। শুধুমাত্র বাংলা বা ভারত নয়, মার্কিন মুলুকেও একাধিক কনসার্টে প্রায় সারা বছর ব্যস্ত থাকেন অরিজিৎ। যে বঙ্গসন্তানের দরজায় কড়া নাড়েন মার্টিন গ্যারিক্স, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন শিল্পীরা, তাঁকে এত সাধারণ ভাবে স্ত্রীকে নিয়ে ধর্মকর্মে মন দিতে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। শনিবার ইন্দোরে একটি অনুষ্ঠান ছিল তাঁর। যথারীতি দর্শক শ্রোতারা এক দারুণ সংগীতময় সন্ধ্যা উপভোগ করেছেন। এরপর রবিবাসরীয় সকালে একদম ছাপোষা মেজাজে পাওয়া গেল সস্ত্রীক গায়ককে।

–

–

–

–

–

–

–

–

–