মুর্শিদাবাদ (murshidabad) জেলার জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় অন্যতম মূলচক্রী জিয়াউল শেখকে চোপড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো চার। ধৃত জিয়াউল সামশেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইনের (WAQF ammendment act) প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদের জাফরাবাদ এলাকায় বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তদন্তে সিট গঠন করে রাজ্য পুলিশ। সুতি ও বীরভূম থেকে এর আগেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার অন্যতম মূলচক্রী জিয়াউলকে রবিবার জঙ্গিপুরে নিয়ে আসা হচ্ছে।

–

–

–

–

–

–

–

–

–