রবিবার সকাল সকাল বাঁকুড়ার পাত্রসায়রে (Patrasayar , Bankura) দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে গেল দশ চাকার ডাম্পার। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। দেওয়াল চাপা পড়ে একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়রা বলছেন অত্যন্ত দ্রুত গতিতে ডাম্পার বাড়ির ভিতরে ঢুকে যায়। সেখানে তখন লোকজন ছিলেন। দশ চাকার গাড়ি এত জোর ধাক্কা মারে বাড়ির দেওয়ালে যে সেখান থেকে ইট ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হন বাড়ির মালিক। আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। পলাতক গাড়ির চালক।

–

–


–

–

–

–

–

–

–
