Wednesday, November 5, 2025

নৃশংস! সুদের টাকা আদায়ে বাবাকে না পেয়ে নাবালকের গায়ে গরম দুধ ঢাললেন বিজেপি নেতা

Date:

Share post:

দুর্বৃত্তায়নের নৃশংস নজির রাখল বিজেপি নেতা। সুদের টাকা আদায়ে গিয়ে এক নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা ও তাঁর সঙ্গী। ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় ওই নাবালক এখন বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। অভিযুক্ত বিজেপি নেতা অর্ঘ্য ওরফে অমিত মাকড় এখনও পলাতক, তবে তার সঙ্গী মৌসম হাজরাকে গ্রেফতার করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালকিতা গ্রামের উমাশঙ্কর সাউকে চড়া সুদে টাকা ধার দিয়েছিলেন বিজেপি বর্ধমান উত্তর কেন্দ্রের ২ নম্বর মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক অমিত মাকড়। শনিবার দুপুরে সুদের টাকা আদায়ের উদ্দেশ্যে মৌসম হাজরাকে সঙ্গে নিয়ে উমাশঙ্করের দোকানে চড়াও হয় অমিত। উমাশঙ্কর উপস্থিত না থাকায় দোকানে ভাঙচুর শুরু করে তারা। বাধা দিতে গেলে উমাশঙ্করের নাবালক ছেলের গায়ে ফুটন্ত দুধ ছুঁড়ে দেয় অভিযুক্তরা। দগ্ধ অবস্থায় ছেলেটিকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের একটি বড় অংশ ঝলসে গিয়েছে।

পুলিশ ইতিমধ্যেই মৌসম হাজরাকে গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত অমিত মাকড় এখনও ধরা ছোঁয়ার বাইরে। উমাশঙ্করের অভিযোগ, ঘটনার সময় অমিত ও মৌসম ছাড়াও আরও ছয়জন উপস্থিত ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। নৃশংস এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে কেউ এভাবে আইন হাতে তুলে নিতে পারে কিনা। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

আরও পড়ুন – লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লড়ব! ব্রিগেড থেকে তৃণমূলের প্রকল্পেই আশ্রয় নিরাপদর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...