রবিবার রাতে মেদিনীপুর শহরের গির্জা মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ল বনদফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hansda) গাড়ি। ঝাড়গ্রামের দিকে যাওয়ার সময় তাঁর গাড়ির সামনে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। মন্ত্রী অক্ষত থাকলেও আহত হন এক শিশু-সহ টোটোর তিন যাত্রী। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বীরবাহা নিজের গাড়িতে করে আহতদের নিয়ে পৌঁছে যান মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Midnapore Medical College and Hospital) । তাঁর এই মানবিক পদক্ষেপের প্রশংসা করছেন প্রত্যক্ষদর্শীরা।

দুর্ঘটনার প্রসঙ্গে বীরবাহা জানান,”টোটোটা আমার গাড়ির সামনে এসেই উলটে গিয়েছিল। টোটোতে একজন মহিলা এবং ৯ মাসের বাচ্চা ছিল। আরও এক ভদ্রলোক ছিলেন। সম্ভবত মহিলার ভাই। ওঁদের হাত-পা ছড়ে গিয়েছে। বাচ্চাটাকে নিয়ে চিন্তা ছিল।” পুলিশ সূত্রে জানা গেছে, কেরানিচটি থেকে শহরের রাস্তা ধরে ঝাড়গ্রামের পথে যাচ্ছিলেন মন্ত্রী বীরবাহা। তখনই গির্জা মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসায় যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রাখার কথা জানিয়েছেন বনমন্ত্রী।

–

–


–

–

–

–

–

–

–
