সাত দিন ধরে চলল জীবন মরণ লড়াই, শেষমেষ ল্যাব বিস্ফোরণে প্রায় নব্বই শতাংশ ঝলসে যাওয়া দুর্গাপুর এনআইটির অধ্যাপক (professor of durgapur NIT)হার মানলেন। সোমের সকালে দিল্লির হাসপাতালে মৃত্যু হল বছর চৌষট্টির গবেষক অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের (Indrajit Basak) । শোকের ছায়া ক্যাম্পাসে।

গত মঙ্গলবার দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (National Institute of Technology, Durgapur) ল্যাবে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক এবং এক ছাত্র। দু’জনকেই দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পড়ুয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও অধ্যাপককে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, দেহের প্রায় ৯০ শতাংশ ঝলসে যাওয়ায় প্রাণ সংশয় রয়েছে। সেই আশঙ্কাকে সত্যি করে সোমবার সকালে চিরকালের মতো চলে গেলেন অধ্যাপক। খবর পৌঁছতেই এনআইটি ক্যাম্পাসে (NIT Campus) শোকের ছায়া। ল্যাবে কাজ করতে গিয়ে এত বড় দুর্ঘটনায় দেশের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত অধ্যাপকের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।


–

–


–

–

–

–

–

–

–
