Wednesday, August 20, 2025

বোর্ডের চুক্তিতে ফিরলেন শ্রেয়স – ঈশান

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরেই জল্পনাটা চলছিল। অবশেষে বিসিসিআইয়ের(BCCI) চুক্তিতে ফিরলেন ঈশান কিষাণ(Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। গত মরসুমে বোর্ডের নির্দেশ না মানার জন্য বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল এই দুই ক্রিকেটারকে। অবশেষে নিজেদের পারফরম্যান্স দিয়ে ফের একবার বোর্ডের বার্ষিক চুক্তিতে ফিরলেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। একইসঙ্গদে গুঞ্জন চললেও বোর্ডের এ প্রাস ক্যাটাগরিতেই রইলেন রোহিত শর্মা(Rohit Sharma), বিরাট কোহলি(Virat Kohli)।

গত মরসুমে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার বার্তা দিয়েছিল বিসিসিআই(BCCI)। বিশেষ করে রঞ্জি ট্রফিতে। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। সেই সময় ভারতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটের মঞ্চে দেখা যায়নি এই দুই ক্রিকেটারকে। সেই সময় থেকেই তাদের ওপর বেশ রেগে গিয়েছিল বিসিসিআই। শাস্তি স্বরূপ এই দুই ক্রিকেটারকেই বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই মরসুমে বোর্ডের নির্দেশ মতোই ঘরোয়া ক্রিকেটে ফিরেছিল তারা। শুধুমাত্র তাই নয় চ্যম্পিয়ন্স ট্রফিতেও ভারতের জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। কঠিন সময়ে ব্যাট হাতে ভারতীয় দলকে বারবার বাঁচিয়েছেন তিনি। শুধুমাত্র তাই নয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ো সর্বোচ্চ রানও করেছিলেন শ্রেয়স আইয়ারই। এরপর থেকেই আভাসটা পাওয়া যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। বোর্ডের বার্ষিক চুক্তির গ্রেড -বি-তেই ফিরেছেন এই তারকা ক্রিকেটার।

অন্যদিকে ঈশান কিষাণ(Ishan Kishan) এখনও পর্যন্ত ভারতীয় দলে ডাক না পেলেও, চলতি আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ঈশান কিষাণের ঝোরো সেঞ্চুরি এখনও সকলের স্মৃতিতেই টাটকা। সেই পারফরম্যান্স দেখেই হয়ত ঈশান কিষাণকেও গ্রেড-সি-তে ফেরানো হয়েছে।

অন্যদিকে এবার শোনাযাচ্ছিল রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli) নাকি নিজেদের গ্রেড হারাতে পারেন। শুধু তাই নয় রবীন্দ্র জাদেজাকেও বাদ দেওয়া হতে পারে। যদিও শেষপর্যন্ত তা হয়নি। বোর্ডের এ প্লাস গ্রেডেই রইলেন রোহিত শর্মা, বিরাট কোহলি সহ রবীন্দ্র জাদেজা।

spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...