Monday, August 25, 2025

বেতন নিয়ে ভাবতে হবে না, নিশ্চিন্তে স্কুলে যান: SSC-র ‘যোগ্য’ চাকরিহারাদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“নিশ্চিন্তে স্কুলে যান, যোগ্য-অযোগ্যর লিস্ট নিয়ে ভাবতে হবে না”- মঙ্গলবার, মেদিনীপুর কলেজিয়েট ময়দানের সভা থেকে ‘যোগ্য’ চাকরিহারাদের ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উস্কানিতে পা না দেওয়ার পরামর্শও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে ফর জানান, গ্রুপ সি-গ্রুপ ডি-র (Group C-Group D) চাকরিহারাদের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান মমতা।

এদিন সভা মঞ্চ থেকে SSC-র বিক্ষোভের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় থাকলে একমিনিটের মধ্যে সমাধান করে দিতাম। তাঁর কথায়, “আমি গতকাল সন্ধে থেকে ১০ বার কমপক্ষে ফোনে কথা বলেছি। কলকাতায় থাকলে এক মিনিটে মিটিয়ে নিতে পারতাম। রাত ১২টা পর্যন্ত কথা বলেছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড, আনটেন্ডেড তালিকা বের করতে হবে! আরে আপনার কী যা আসে! কেন অন্য়দের কথায় পা দিচ্ছেন! ওটা দেখার জন্য রাজ্য সরকার, আদালত আছে। প্রমাণ নেব, আদালত কী বলেছে দেখব।”

এর পরেই আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনার তালিকার তো দরকার নেই! আপনি চাকরি করেন, চাকরিটা আছে কি না, ঠিক মতো বেতন পাচ্ছেন কি না, সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই। আমাদের উপর ছেড়ে দিন।”

এ প্রসঙ্গে বিজেপিশাসিত রাজ্যের প্রসঙ্গে তুলে মমতা বলেন, “মনে রাখবেন, উত্তরপ্রদেশে বিজেপি-র সরকারে ৬৯ হাজার লোকের চাকরি গিয়েছিল। কেউ ফিরে পায়নি। আমি বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই আপনাদের হয়ে কোর্টে গিয়ে লড়াই করেছি। ত্রিপুরায় ১০ হাজার লোকের চাকরি যায়। বিজেপি বলেছিল ফিরিয়ে দেব। সাত বছর হল ফেরায়নি। আমরা কিন্তু তেমন নই”।

আরও খবর: মঙ্গলের সকালেও এসএসসি অফিস ঘেরাও চাকরিহারাদের, বিক্ষোভে শামিল ‘বহিরাগতরা’ও!

গ্রপ সি-গ্রুপ ডি-র (Group C-Group D) চাকরিহারাদের প্রসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, আইনজীবীদের সঙ্গে এবিষয়ে পরামর্শ করছে রাজ্য। আইন ও আদালতের নির্দেশ মেনে তাঁদের জন্য উপযুক্ত বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...