অভ্যন্তরীণ জলপথ পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। হুগলি জেলার চুঁচুড়া, হাওড়া, নাজিরগঞ্জ, পানিহাটি এবং মিলেনিয়াম পার্ক সংলগ্ন শিপিং ঘাটে পাঁচটি আধুনিক ফেরি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২২৮ কোটি টাকা।

জানা গিয়েছে, এই টার্মিনালগুলি নির্মাণের দায়িত্বে রয়েছে রাজ্য পরিবহন পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেড (WBTCIDL)। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। নবান্ন সূত্রে খবর, প্রস্তাবিত টার্মিনালগুলি আন্তর্জাতিক মানের সুবিধা নিয়ে তৈরি হবে। থাকবে টিকিট কাউন্টার, প্রশস্ত অপেক্ষাকক্ষ, লিফট, এস্কেলেটর, মাতৃদুগ্ধপান কক্ষ, দোকান, চার্জিং পয়েন্ট, শৌচাগার, ভিউয়িং গ্যালারি ও রেস্তোরাঁ। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্যও থাকবে পর্যাপ্ত ব্যবস্থা।

পরিবেশবান্ধব এই টার্মিনালগুলোতে থাকবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা, ঝড়ের জল নিষ্কাশন ব্যবস্থা এবং শক্তি-সাশ্রয়ী আলোকসজ্জা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য টার্মিনালগুলি নির্মিত হবে ঘূর্ণিঝড়-সহনশীল কাঠামোতে। যাত্রী নিরাপত্তায় থাকছে জরুরি নির্গমন ব্যবস্থা এবং একাধিক প্রস্থান পথ।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ সংরক্ষণে। নির্মাণকালে কোনো গাছ কাটা হবে না এবং হুগলি নদীর তীরবর্তী পরিবেশ রক্ষা করা হবে। গঙ্গার ডলফিন সংরক্ষণের জন্যও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। টার্মিনাল নির্মাণের জন্য নির্ধারিত জমির পরিমাণ হাওড়ায় ৬,৫৫০ বর্গমিটার, শিপিং ঘাটে ২,৩৫২ বর্গমিটার, পানিহাটিতে ১,৬৪৩ বর্গমিটার, চুঁচুড়ায় ১,৫৫১ বর্গমিটার এবং নাজিরগঞ্জে ৭৪৭ বর্গমিটার। এই উদ্যোগ রাজ্যের জলপথ পরিবহন ব্যবস্থাকে এক নতুন দিশা দেবে বলে আশা করছে প্রশাসন।

আরও পড়ুন – কথা রাখল রাজ্য, DI-দের কাছে প্রথম তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর

_
_

_

_

_

_

_
