Saturday, November 15, 2025

স্টেট ইউথ লিগে অভিষেকেই চমক মার্লিন গ্রুপের

Date:

Share post:

অভিষেকেই চমক মার্লিন গ্রুপের(Merlin Group)। স্টেট ফুটবল লিগে অ্যাডামাস ইউনিভার্সিটি এসএ-কে হারাল মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়ন(Club Pavilion)। এবারই প্রথম আইএফএ আয়োজিত স্টেট ইউথ লিগে নেমেছে ক্লাব প্যাভিলিয়ন। সেখানে অনুর্ধ্ব-১৩ ও অনুর্ধ্ব-১৫ বিভাগে খেলছে তারা। এদিন অনুর্ধ্ব-১৩ বিভাগের ম্যাচে অ্যাডামাস ইউনিভার্সিটি এসএ-র বিরুদ্ধে নেমেছিল ক্লাব প্যাভিলিয়ন। সেখানেই ২-১ গোলে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় তুলে নিল মার্লিন গ্রুপের এই দলটি।

বাংলা থেকে আরও প্রতিভা তুলে আনার জন্যই মার্লিনের এবার ফুটবলের ময়দানে প্রবেশ। সেখানে শুরুটা কিন্তু বেশ চমক দিয়েই করল মার্লিন গ্রুপের(Merlin Group) দল ক্লাব প্যাভিলিয়ন। মার্লিন রাইজের মাঠেই নিজেদের ম্যাচ গুলে খেলবে ক্লাব প্যাভিলিয়ন। আইএফএর(IFA) প্রথম প্রতিযোগিতাতেই জয় দিয়ে শুরু করাটা যে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা জানান, “স্টেট ফুটবল লিগের কিছু ম্যাচ আমাদের নিজস্ব ফুটবল গ্রাউন্ডে আয়োজন করতে পারা এবং সম্মানজনক স্টেট ইয়ুথ লিগে অংশগ্রহণ করা আমাদের জন্য এক অন্যতম সুযোগ। রোনালদিনহো – আর টেন (R10) ফুটবল অ্যাকাডেমির ছাত্ররা মার্লিন প্যাভিলিয়ন ক্লাবের দলের হয়ে খেলছে। এই লিগে খেলার মাধ্যমে তাদের অভিজ্ঞতা বাড়বে। আমরা আশা করি আমাদের ছাত্ররা ভবিষ্যতে আইএফএ -IFA-র অন্যান্য লিগ ও চ্যাম্পিয়নশিপে এবং জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে। বাংলার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এবং জাতীয় স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে আমরা মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক – গড়ে তুলেছি। আমি মনে করি, এখানে প্রতিভার কোনো অভাব নেই। আমাদের যুবরাজ সিং সেন্টার ফর এক্সেলেন্সের ক্রিকেট দলও সম্প্রতি সিএবি – CAB ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে।”

শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেটেও নিজেদের দল নামিয়েছে মার্লিন গ্রুপ(Merlin Group)। ক্রীড়াক্ষেত্র থেকে আরও নতুন নতুন প্রতিভা তুলে আনাই এখন তাদের প্রধান লক্ষ্য।

spot_img

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...