এসএসসি ও স্কুল সার্ভিস কমিশনের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত ২২ লাখ ওএমআর শিট প্রকাশ করতে হচ্ছে না কমিশনকে। তবে আদালত অবমাননার মামলার শুনানি কোন আদালতে হবে, হাইকোর্ট না সুপ্রিম কোর্টে— সেই প্রশ্নে আইনি জটিলতা তৈরি হয়েছে।

বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রথমে এই এক্তিয়ার সংক্রান্ত আইনি প্রশ্নের নিষ্পত্তি প্রয়োজন। সেই নির্দেশ না আসা পর্যন্ত আদালত অবমাননার মামলা শুনানি সম্ভব নয়। পরবর্তী শুনানি আগামী সোমবার।


স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই হাইকোর্টের কিছু নির্দেশ সংশোধন করেছে এবং মামলাটি এখনো সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সেক্ষেত্রে হাইকোর্টের এই মামলার শুনানির অধিকার আছে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠেছে। অন্যদিকে, বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্ট যেসব নির্দেশ সংশোধন করেনি, সেই অংশে কমিশন ও রাজ্য সরকার আদৌ নির্দেশ মানছে কিনা, তা খতিয়ে দেখার এক্তিয়ার কলকাতা হাইকোর্টের রয়েছে। তিনি আরও জানান, আগামী সোমবার আদালতে তিনি প্রয়োজনীয় নথি পেশ করবেন।

উল্লেখ্য, ২৫,৭৫২ জনের চাকরি বাতিলের মামলায়, বঞ্চিত চাকরিপ্রার্থীরা আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন। তাদের মূল দাবি ছিল, অযোগ্যদের বেতন ফেরত এবং সব ওএমআর সিট প্রকাশ করতে হবে।


আরও পড়ুন – জঙ্গি হামলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক! পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ, বাতিল হচ্ছে ভিসাও

_

_

_

_

_

_

_