মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। এরপরই উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। জঙ্গি নিকেশ অভিযানে নেমেছে কাশ্মীর পুলিশ (Kashmir police) এবং সেনা। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের উধমপুরে চলছিল সেনা-জঙ্গির গুলির লড়াই। সেই সংঘর্ষেই শহিদ হলেন এক জওয়ান।

দুই জঙ্গির উধমপুরের লুকিয়ে থাকার খবর আগেই পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। তারপরেই শুরু হয় অভিযান। উধমপুর জেলার বসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই প্রাণ গিয়েছে এক জওয়ানের। এখনও তল্লাশি অভিযান চলেছে।


–

–


–

–

–

–

–

–

–

–