পহেলগাম আবহের মাঝেই পাকিস্তান সেনার হাতে আটক ভারতীয় জওয়ানকে (BSF Jawan Detained By Pakistan) দেশে ফেরাতে ইসলামাবাদের সঙ্গে বৈঠকে বিএসএফ (BSF) । ভারতীয় সেনা (Indian Army) সূত্রে খবর, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kr Sau) ভুলবশত পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন। এরপরই পাকিস্তান রেঞ্জার্সের হাতে ধরা পড়েন ওই জওয়ান। বর্তমানে তাঁকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং চলছে ভারতের।

গত ২২ এপ্রিল কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে তারপর পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। পাল্টা জবাবে পাকিস্তানের আকাশে ভারতীয় বিমানকে নিষিদ্ধ করেছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হচ্ছে বলে অনুমান করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কখনও করাচি উপকূলে পাকিস্তানি সেনার তৎপরতা, আবার কখনও সীমান্তে ভারতীয় বায়ুসেনার (IAF) মহড়া, গত ৪৮ ঘণ্টায় বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। এই আবহে হঠাৎ করেই বৃহস্পতিবার খবর আসে যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ার (Rishra, Hooghly) বাসিন্দা বছর চল্লিশের পিকে সিং পাকিস্তানি সেনার হাতে আটক। তিনি ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে পোস্টেড ছিলেন। বুধবার বিকেলে ‘ভুল করে’ তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। খবর পাওয়ার পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় তাঁর পরিবার। বিএসএফের (BSF) ১৮২ নম্বর ব্যাটালিয়নের এই কনস্টেবলকে নিরাপদে, সুস্থভাবে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত।


–

–


–

–

–

–

–

–

–
