পহেলগামে জঙ্গি আক্রমণের জের, সীমান্তে হাই অ্যালার্ট! বিশেষ নজর চিকেন নেক-এ 

কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার (Pahelgam Terrorist Attack) পর দেশের সীমান্ত সুরক্ষা নিয়ে বিশেষ সতর্ক ভারত। আলিপুরদুয়ারের হাসিমারা ও শিলিগুড়ি বাগডোগরায় মহড়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air force)। উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন এলাকার বায়ুসেনা ও সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি প্রতিরক্ষা মন্ত্রকের। বাড়তি নজর থাকছে শিলিগুড়ির চিকেন নেক-এ (chicken neck corridor )।

উত্তরবঙ্গের ‘চিকেন নেক’ ঘিরে রয়েছে চিন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। সাম্প্রতিককালে পদ্মা পাড়ের অস্থির পরিস্থিতির পরই শিলিগুড়ির এই অঞ্চলের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল। এই এলাকা বরাবরই পাকিস্তানি সেনা এবং জঙ্গিদের সফট টার্গেট। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের অধীনস্থ গুয়াহাটি, হাসিমারা ও বাগডোগরা বায়ুসেনা এবং সেনাবাহিনীর প্রত্যেক কমান্ডকে সতর্ক থাকতে বলা হয়েছে। গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর থেকে কাশ্মীর সীমান্তে অবিরাম গোলাগুলির লড়াই চলছে। সন্ত্রাসবাদী মদতকারীর পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে বাংলার সীমান্তের সবচেয়ে স্পর্শকাতর ‘চিকেন নেক’ বরাবর সুরক্ষা বলয় আরও আঁটসাঁট করা হল। একইভাবে ভারতীয় সেনার উত্তরের সুকনা এবং সিকিমে সেনাবাহিনীর ত্রি-শক্তি কর্পসকে সতর্ক করা হয়েছে।