Sunday, November 2, 2025

হায়দরাবাদের কাছে হারের পরই হতাশ ধোনি, প্রশ্ন তুললেন ব্যাটারদের নিয়ে

Date:

Share post:

ঘরের মাঠে সানরাাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হার। এরপরই প্লেঅফের আশা অনেকটাই শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপাক কিংসের। মাঝপথে ধোনিকে(MS Dhoni) অধিনায়ক করে চমক দিলেও শেষরক্ষা হয়নি চেন্নাই সুপার কিংসের(CSK)। হায়দরাবাদের কাছে হারের পরই বেশ নিদের ক্ষোভ উগড়ে দিলেন এমএস ধোনি(MS Dhoni)। সেইসঙ্গে তুলে দিলেন বেশ কিছু প্রশ্নও। বিশেষ চেন্নাইয়ের এবারের দল নিয়েই প্রশ্ন তুললেন তিনি। এছাড়া ব্যাটারদের ব্যর্থতাতো রয়েছেই।

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) বিরুদ্ধেই শুরু শুধু নয়। এবার বেশিরভাগ দলের বিরুদ্ধেই খারাপ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছে চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদের বিরুদ্ধেও কোনওরকম ১৫৪ রান করেছিল চেন্নাই সুপার কিংস(CSK)। তাও মাঝপথে ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) যোগ দেওয়ার পর খানিকটা উন্নতি হয়েছে। কিন্তু জয়ের জন্য তা পর্যাপ্ত নয়। এমনকি শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমে এমএস ধোনিও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারছেন না। হায়দরাবাদের কাছে হারের পরই আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি ক্যাপ্টেন কুল।

ম্যাচ শেষে ধোনি(MS Dhoni) জানিয়েছেন, “হায়দরাবাদের বিরুদ্ধে এদিন ১৫৪ করাটা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সনয় এদিন উইকেটে সেরকম টার্নও ছিল না। বরং দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় আমাদের স্পিনাররা বরং পিচ থেকে খানিকটা সুবিধা পেয়েছে। এদিন অন্তত ১৫-২০ রান কম করেছিলাম আমরা”।

একসময় যে চিপক ছিল চেন্নাই সুপার কিংসের(CSK) দূর্ভেদ্য দূর্গ ছিল। সেখানেই এবার পরপর তিন ম্যাচে হার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর দিল্লি ক্যাপিটালস এবং শেষে সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছেও হেরেছে চেন্নাই সুপার কিংস। আর সেটাই হয়ত মেনে নিতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)।

এবার তাঁকে মাঝপথেই রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ধোনি ম্যাজিকও চলছে না। আসে চেন্নাই শিবিরে এবার তেমন ক্রিকেটার নেই, যাদের নিয়ে ধোনি লড়াইটা করতে পারবেন। হায়দরাবাদের কাছে হারের সেই হতাশার সুরটাই বেড়িয়ে এল ধোনির গলা থেকে।

spot_img

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...