Monday, November 10, 2025

যত বিক্রম ভারতে! জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেশবাসীকে নাচানোয় কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বারবার কেন্দ্রের একাধিক নেতা বলে চলেছেন পহেলাগামে জঙ্গি হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা দেওয়া হবে। এদিকে প্রচার হলে শুধুই দেখা যাচ্ছে ভারতের ভিতরেই ভারতীয় সেনার (Indian Army) মহড়া। ফলাও করে প্রচার চালানো হচ্ছে জঙ্গি চিহ্নিত নাগরিকদের কাশ্মীরে অবস্থিত বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি হামলা নিয়ে কোনও কড়া পদক্ষেপই দেখা যায়নি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফে। সেখানেই তৃণমূলের প্রশ্ন, যদি সবই ভারতেই ছিল এতদিন, তাহলে এতদিন কি করছিল কেন্দ্রের সরকার।

গত চার দিনে ভারতের গোয়েন্দা বিভাগের কাছে থাকা জঙ্গিদের তালিকা ধরে ধরে খোঁজ শুরু হয়েছে। উড়িয়ে দেওয়া হয়েছে ৯ জঙ্গির (terrorist) বাড়ি। প্রচার করা হয়েছে এই বাড়িগুলিতে জঙ্গি ঘাঁটি ছিল। অথচ দেখা যাচ্ছে জঙ্গিদের বাবা-মায়েরা চরম শাস্তি, এমনকি ফাঁসিও চাইছেন জঙ্গি ছেলেদের। আর সেই সব বাড়ি উড়িয়েই কড়া পদক্ষেপের প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। আদতে এই সবই যে এতদিন ধরে ভারতেই, নরেন্দ্র মোদির (Narendra Modi) জঙ্গি-মুক্ত কাশ্মীরের বুকেই ছিল, তা স্বরাষ্ট্র মন্ত্রকেরই পদক্ষেপে স্পষ্ট।

ভারতেই ছিল জঙ্গি ঘাঁটি, আর ভারতেই ঢুকে এসে হামলা চালালো জঙ্গিরা। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রককে (MHA) তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, আজ টিভিতে গুটিকয় বাড়ি ভাঙা দেখিয়ে বলা হচ্ছে জঙ্গিদের (terrorist) আশ্রয়স্থলে কড়া ব্যবস্থা হচ্ছে। যত বিক্রম সবকটা বাড়িই তো আমাদের দেশে। সেগুলো এতদিন ছিল কী করে? স্বরাষ্ট্রমন্ত্রক কী করছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাবো?

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...