দুরন্ত ক্রুণাল পান্ডিয়া(Krunal Pandya)। দিল্লি ক্যাপিটালসকে(DC) হারিয়ে নতুন রেকর্ড গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। আইপিএলের মঞ্চে একটানা ছটা অ্যাওয়ে ম্যাচ নতুন রেকর্ডের মালিক বিরাট কোহলিরা। দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে ৬ উইকেটে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বল হাতে এক উইকেট এবং ৭৩ রানের ঝোরো ইনিংস খেলে ম্যাচের সেরাও ক্রুণাল পান্ডিয়া(Krunal Pandya)। সেইসঙ্গে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট টেবিলে শীর্ষেই রইল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ৬ উইকেটে ম্যাচ জেতে আরসিবি।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সুরু থেকেই এদিন দিল্লিকে চাপে ফেলে দিয়েছিল বেঙ্গালুরুর বোলাররা। বিশেষ করে ক্রুণাল পান্ডিয়ার(Krunal Pandya) চারটে ওভারই যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ওপেনিংয়ে ফাফ ডুপ্লেসিকেও শুরুর দিকেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কেএল রাহুল ৪১ রান করলেও বাকিরা কেউ সেভাবে বড় রান করতে পারেনি। শেষপর্যন্ত ১৬২ রানেই থেমেছিল দিল্লি ক্যাপিটালস।

আরসিবিও শুরুতেই ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকেই বিরাট কোহলি(Virat Kohli) ও ক্রুণাল পান্ডিয়ার পার্টনারশিপ গড়া শুরু। বিরাট কোহলি(Virat Kohli) ফেরেন ৫১ রানে। কিন্তু ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে তাঁর ১১৯ রানের পার্টনারশিপটাই জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল। ক্রুণালকে এদিন আর আউট করতে পারেনি দিল্লি। ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিতই ছিলেন তিনি। ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

–

–

–

–

–

–

–

–

–

–
