Wednesday, January 14, 2026

পহেলগাম হামলা: কোকেরনাগ জঙ্গলে ২২ ঘণ্টা ট্রেক করে এসেছিল জঙ্গিরা! তদন্তে নয়া মোড়

Date:

Share post:

পহেলগামের বৈসরনে ভয়াবহ জঙ্গি হামলার পর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। জাতীয় তদন্ত সংস্থা (NIA) ও স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, হামলাকারীরা মাত্র ৮ ঘণ্টা নয়, ২০ থেকে ২২ ঘণ্টা ট্রেক করে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে বৈসরনে পৌঁছেছিল কোকেরনাগ জঙ্গল থেকে। রবিবার দুপুরে তদন্তকারীদের হাতে আসে এই গুরুত্বপূর্ণ তথ্য।

প্রথমে অনুমান করা হয়েছিল যে, বৈসরনের আশপাশের কোনও জঙ্গল থেকেই হামলাকারীরা এসেছিল। কিন্তু সূত্রের খবর, কোকেরনাগ থেকে শুরু করে পাহাড়ি গা-ঘেঁষা রাস্তা পেরিয়ে তারা বৈসরনে পৌঁছায়। এক স্থানীয় ব্যক্তির সাহায্যে তারা রেইকি করে, ফলে এলাকা চেনা কিংবা গোপনে প্রবেশ করা তেমন কঠিন হয়নি।

জানা গিয়েছে, হামলার সময় জঙ্গিরা দুইজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ফোনগুলোর কী ব্যবহার ছিল তা এখনও স্পষ্ট নয়। তদন্তে উঠে এসেছে, চারজন জঙ্গির মধ্যে একজন ছিল কাশ্মীরের আদিল থোকর, যে ২০১৮ সালে হিজবুল মুজাহিদিনে যোগ দেয় এবং পরে পাকিস্তানে গিয়ে লস্কর-ই-তৈবায় প্রশিক্ষণ নেয়। ২০২৪ সালে সে কাশ্মীরে ফিরে আসে এবং পাকিস্তানি জঙ্গি সংগঠনের হয়ে কাজ শুরু করে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, হামলায় একে-৪৭ ও এম-৪ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার মুহূর্ত ছিল রীতিমতো হাড়হিম করা। সেইসব বয়ানকে ভিত্তি করেই এগোচ্ছে তদন্ত। প্রশাসন, সেনা ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি জোরদার করেছে। আরও তথ্য সামনে এলেই তদন্তে আরও গতি আসবে বলে আশা করছেন আধিকারিকরা।

আরও পড়ুন – এনসিইআরটির পাঠ্যবইতে বদল! বাদ গেল মুঘল ও সুলতানি সাম্রাজ্য, যুক্ত হল কুম্ভমেলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...