Thursday, November 13, 2025

পহেলগাম হামলা: কোকেরনাগ জঙ্গলে ২২ ঘণ্টা ট্রেক করে এসেছিল জঙ্গিরা! তদন্তে নয়া মোড়

Date:

Share post:

পহেলগামের বৈসরনে ভয়াবহ জঙ্গি হামলার পর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। জাতীয় তদন্ত সংস্থা (NIA) ও স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, হামলাকারীরা মাত্র ৮ ঘণ্টা নয়, ২০ থেকে ২২ ঘণ্টা ট্রেক করে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে বৈসরনে পৌঁছেছিল কোকেরনাগ জঙ্গল থেকে। রবিবার দুপুরে তদন্তকারীদের হাতে আসে এই গুরুত্বপূর্ণ তথ্য।

প্রথমে অনুমান করা হয়েছিল যে, বৈসরনের আশপাশের কোনও জঙ্গল থেকেই হামলাকারীরা এসেছিল। কিন্তু সূত্রের খবর, কোকেরনাগ থেকে শুরু করে পাহাড়ি গা-ঘেঁষা রাস্তা পেরিয়ে তারা বৈসরনে পৌঁছায়। এক স্থানীয় ব্যক্তির সাহায্যে তারা রেইকি করে, ফলে এলাকা চেনা কিংবা গোপনে প্রবেশ করা তেমন কঠিন হয়নি।

জানা গিয়েছে, হামলার সময় জঙ্গিরা দুইজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ফোনগুলোর কী ব্যবহার ছিল তা এখনও স্পষ্ট নয়। তদন্তে উঠে এসেছে, চারজন জঙ্গির মধ্যে একজন ছিল কাশ্মীরের আদিল থোকর, যে ২০১৮ সালে হিজবুল মুজাহিদিনে যোগ দেয় এবং পরে পাকিস্তানে গিয়ে লস্কর-ই-তৈবায় প্রশিক্ষণ নেয়। ২০২৪ সালে সে কাশ্মীরে ফিরে আসে এবং পাকিস্তানি জঙ্গি সংগঠনের হয়ে কাজ শুরু করে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, হামলায় একে-৪৭ ও এম-৪ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার মুহূর্ত ছিল রীতিমতো হাড়হিম করা। সেইসব বয়ানকে ভিত্তি করেই এগোচ্ছে তদন্ত। প্রশাসন, সেনা ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি জোরদার করেছে। আরও তথ্য সামনে এলেই তদন্তে আরও গতি আসবে বলে আশা করছেন আধিকারিকরা।

আরও পড়ুন – এনসিইআরটির পাঠ্যবইতে বদল! বাদ গেল মুঘল ও সুলতানি সাম্রাজ্য, যুক্ত হল কুম্ভমেলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...