সার্জিকাল স্ট্রাইকে ব্যর্থ, পাকিস্তানের উপর ডিজিটাল হানাই হাতিয়ার মোদির

ইউটিউব চ্যানেল (YouTube channel) থেকেই হিংসা, তাও আবার মূলত খেলার চ্যানেল থেকে, এমনটাই দাবি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MI&B)

কড়া জবাব! অথচ ফলাফল? শুধু নিজের দেশের ভিতরে কয়েকটি বাড়ি ওড়ানো। আদতে পহেলগাম হামলার (Pahalgam attack) পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের তরফ থেকে যে প্রত্যাঘাতের প্রত্যাশা দেশের মানুষ করেছিলেন তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি মোদী সরকার। তাই স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) নিজেদের দোষ ঢাকতে এবার পাকিস্তানের ইউটিউব চ্যানেল (YouTube channel) বন্ধ করে ফলাও প্রচার শুরু করল। দাবি করা শুরু হল, পাকিস্তান বয়কটের পথে এটা বিরাট পদক্ষেপ।

কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MI&B) তরফে জানানো হয় পাকিস্তানের ১৬ টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই চ্যানেলগুলির মধ্যে একগুচ্ছ চ্যানেল খেলা সংক্রান্ত। তার মধ্যে রয়েছে শোয়েব আখতারের চ্যানেলও, যার জনপ্রিয়তা ভারতের বাজারেও বহুল। ইউটিউব চ্যানেল (YouTube channel) থেকেই হিংসা, তাও আবার মূলত খেলার চ্যানেল থেকে, এমনটাই দাবি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MI&B)।

কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সুপারিশ অনুযায়ী। স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, পাকিস্তানের এইসব চ্যানেলে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত আনা মিথ্যা বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছিল। যা ভারত ও তার সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থাগুলির পক্ষে ক্ষতিকর।