দিল্লি ক্যাপিটালসের(DC) বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) স্ট্র্যাটেজিই যেন আত্মবিশ্বাস যোগাচ্ছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচে নামছে কলকাতার নাইটরা(KKR)। সেই ম্যাচে জিততেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুঙ্গে নাইট শিবির। তবে এই ম্যাচেও অ্যানরিখ নর্খিয়ার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দলের দেশীয় বোলারদের ওপর ভরসা রাখতে চলেছে নাইট শিবির। সেইসঙ্গে দিল্লির পিচের কথা মাথায় রেখে বোলিং নিয়েও থাকছে বিশেষ পরিকল্পনা।

দিল্লির পিচে বাউন্স সেভাবে পাওয়া যাচ্ছে না। সেইসঙ্গে বলও খানিকটা স্লো হচ্ছে। অর্থাৎ স্পিনাররা বেশ খানিকটা সুবিধা পেতে পারে। সেভাবেই নিজেদের প্রস্তুত করছে নাইট রাইডার্স শিবির। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই জানালেন হর্ষিত(Harshit Rana)। তবে এদিনের ম্যাচে যে টার্নিং পয়েন্ট যে দিল্লির পিচ হতে চলেছে তা হর্ষিত রানার কথাতেই স্পষ্ট।

হর্ষিত রানা(Harshit Rana) জানাচ্ছিলেন, “দিল্লির পিচে আমরা শেষ ম্যাচে দেখেছি সেখানে সেভাবে বাউন্স হচ্ছিল না। বলও খানিকটা লো হচ্ছিল। সেটা দেখেই আমরা প্রস্তুতি সারছি। এই পিচের সঙ্গে আমরা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব ততই ভাল হবে”।

এবারের আইপিএলে(IPL) কলকাতা নাইট রাইডার্সের(KKR) ব্যাটিং নিয়ে চলছে জোর সমালোচনা। অন্তত পঞ্জাব কিংসের বিরুদ্ধে যেভাবে ব্যাটিংয়ে ধস নেমেছিল, তাতেই সকলেই সমালোচনায় হয়েছে। যদিও নাইট শিবির এখন সেসসব অতীত নিয়ে ভাবতে একেবারেই নারাজ। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচ এখন কলকাতা নাইট রাইডার্সের(KKR) কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ হেরে গেলে কার্যত প্লে অফের আশা একেবারেই ক্ষীণ হয়ে যাবে কেকেআরের।

হর্ষিত রানার(Harshit Rana) মুখেও সাংবাদিক সম্মেলনের দিন সেই একই কথা। দিল্লিতে জয়ে ফেরা এখন নাইট রাইডার্সের কাছে পাখির চোখ। সেইসঙ্গে ফর্মে ফিরতেও মরিয়া হর্ষিত রানা। তিনি যে এই মরসুমে ভাল বোলিং করতে পারছেন না সেই কথাও স্বীকার করে নিয়েছেন রানা। শেষপর্যন্ত নাইট রাইডার্স জিততে পারে কিনা সেটাই দেখার।

–

–

–

–

–

–

–

–
