কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist Attack) ২৬ নিরীহ পর্যটকের মৃত্যু মেনে নিতে পারছে না দেশবাসী। প্রতিশোধের আগুন সব ভারতীয় মনে। এই পরিস্থিতিতে কোনও আনন্দ করা সম্ভব নয় বলে অরিজিৎ সিং (Arijit Singh), শ্রেয়া ঘোষালরা (Shreya Ghoshal)আগেই অনুষ্ঠান বাতিল করেছিলেন। এবার সেই তালিকায় জুড়ে গেল টিনসেল টাউনের সুপারস্টারের নাম। বিলেতের মাটিতে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন সলমান খান (Salman Khan)। সোমবার সকালে ইনস্টা হ্যান্ডেলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ (The Bollywood Big One Show) অনুষ্ঠানে থাকার কথা ছিল মাধুরী দীক্ষিত, সারা আলি খান, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, কৃতি শ্যানন, সুনীল গ্রোভারদের। পহেলগাম হামলার পরই ঘটনা তীব্র নিন্দা করে, ‘কাশ্মীর নরক হয়ে গেছে’ বলে মন্তব্য করেছিলেন বলিউডের ভাইজান। এবার অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে তিনি লেখেন, “কাশ্মীরের এই মর্মান্তিক ঘটনার জেরে সবাই খুবই ভারাক্রান্ত । তাই এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। লন্ডনে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪ ও ৫ মে। আমরা জানি, অনুরাগীরা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু এটি শোকের সময়, আনন্দ করার সময় নয়। তবে এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার জেরে কারও কোনও অসুবিধা হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

–

–

–

–

–

–

–

–

–

–

–
