উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় (Minakhan) মালঞ্চ নেপাল মোড়ে সাত সকালে পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল -বাইকের মুখোমুখি ধাক্কায় (Cycle – Bike accident) ঘটনাস্থলের মৃত্যু একজনের। গুরুতর অবস্থায় অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। দুর্ঘটনার জেরে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সকালে বসিরহাটের সরবেড়িয়া থেকে কলকাতা যাচ্ছিল ডি এন ষোলো বাই ওয়ান রুটের একটি বাস। নেপাল মোড়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপর রাস্তায় একটি ব্যাটারি চালিত ভ্যান, বাইক এবং সাইকেলে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের যাত্রীসহ অনেকে গুরুতর জখম হন, ঘটনাস্থলেই মারা যান এক ব্যক্তি। হাসপাতালে অপরজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা বলেন দীর্ঘদিন ধরে বাম্পারের দাবি করা হয়েছে কিন্তু সেই বিষয়ে কোনও পদক্ষেপ হয়নি। পাশাপাশি জনবহুল রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ থাকে না বলে অভিযোগ করেন তাঁরা। ঘাতক বাসের চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে পুলিশ।

–

–

–

–

–

–

–

–

–

–

–

–