Sunday, January 11, 2026

পহেলগাম হামলায় জড়িত হাসিম মুসা! পাক-যোগের অকাট্য প্রমাণ সামনে আসছে

Date:

Share post:

একসময়ের পাকিস্তানি (Pakistan) স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো হাসিম মুসা (Hasim Musa) জড়িত পহেলগাম হামলায়। জোরাল প্রমাণ পেয়েছে ভারতীয় সেনা (Indian Army)। হাসিম মুসার জড়িত থাকার তত্ত্বই সিলমোহর দিল পাকিস্তানের জড়িত থাকার তত্ত্বে।

দীর্ঘদিন পাকিস্তান সেনার স্পেশাল ফোর্সে যুক্ত ছিল হাসিম মুসা। পরে যোগ দেয় লস্কর-ই-তইবায়। অক্টোবর থেকে ভারতে ৩টি হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুসার জড়িত থাকার প্রমাণে পহেলগাম (Pahalgam) হামলায় পাক সেনা ও আইএসআইয়ের যোগ আরও স্পষ্ট হয়েছে।

পহেলগাম জঙ্গি হামলার তদন্তে নেমে ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সেখানে থেকে জানা গিয়েছে, গত অক্টোবর থেকেই ভারতে নাশকতার ছক কষেছে ISI। কাশ্মীরে পরপর দুমাসে দুটি জঙ্গি হামলা হয়। মোট ৭ জনের মৃত্যু হয়। জঙ্গি হামলায় গত নভেম্বরে দুই সেনকর্মীর মৃত্যু হয়। এই দুটি হামলার নেপথ্যেই পহেলগামে হামলা চালানো হাশিমের যোগ রয়েছে বলে গোয়েন্দাদের মত।

হাশিমের (Hasim Musa) যোগ ছিল পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের সঙ্গে। সেখানে শারীরিক এবং মানসিক ফিটনেস বাড়ানোর পাশাপাশি আক্রমণের কৌশল পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখানো হয়। উন্নত আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। কঠিন পরিস্থিতিতে কীভাবে বেঁচে থাকতে হবে- সেনা জওয়ানদের মতোই প্রশিক্ষণ মেলে এই স্পেশাল সার্ভিস গ্রুপের।
আরও খবরপহেলগাম হামলার ৭ দিন পার, এখনও অধরা জঙ্গিরা

পহেলগাম জঙ্গি হামলায় পাকিস্তান যোগের দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এদিকে এই হামলার দায় স্বীকার করা লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’-এর হয়ে রাষ্ট্রসংঘে গলা ফাটাচ্ছে ইসলামাবাদ। কুখ্যাত এই সন্ত্রাসবাদী সংগঠনকে বাঁচাতে কেন এই পাক-তৎপরতা- উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...