পহেলগাম হামলায় জড়িত হাসিম মুসা! পাক-যোগের অকাট্য প্রমাণ সামনে আসছে

একসময়ের পাকিস্তানি (Pakistan) স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো হাসিম মুসা (Hasim Musa) জড়িত পহেলগাম হামলায়। জোরাল প্রমাণ পেয়েছে ভারতীয় সেনা (Indian Army)। হাসিম মুসার জড়িত থাকার তত্ত্বই সিলমোহর দিল পাকিস্তানের জড়িত থাকার তত্ত্বে।

দীর্ঘদিন পাকিস্তান সেনার স্পেশাল ফোর্সে যুক্ত ছিল হাসিম মুসা। পরে যোগ দেয় লস্কর-ই-তইবায়। অক্টোবর থেকে ভারতে ৩টি হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুসার জড়িত থাকার প্রমাণে পহেলগাম (Pahalgam) হামলায় পাক সেনা ও আইএসআইয়ের যোগ আরও স্পষ্ট হয়েছে।

পহেলগাম জঙ্গি হামলার তদন্তে নেমে ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সেখানে থেকে জানা গিয়েছে, গত অক্টোবর থেকেই ভারতে নাশকতার ছক কষেছে ISI। কাশ্মীরে পরপর দুমাসে দুটি জঙ্গি হামলা হয়। মোট ৭ জনের মৃত্যু হয়। জঙ্গি হামলায় গত নভেম্বরে দুই সেনকর্মীর মৃত্যু হয়। এই দুটি হামলার নেপথ্যেই পহেলগামে হামলা চালানো হাশিমের যোগ রয়েছে বলে গোয়েন্দাদের মত।

হাশিমের (Hasim Musa) যোগ ছিল পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের সঙ্গে। সেখানে শারীরিক এবং মানসিক ফিটনেস বাড়ানোর পাশাপাশি আক্রমণের কৌশল পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখানো হয়। উন্নত আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। কঠিন পরিস্থিতিতে কীভাবে বেঁচে থাকতে হবে- সেনা জওয়ানদের মতোই প্রশিক্ষণ মেলে এই স্পেশাল সার্ভিস গ্রুপের।
আরও খবরপহেলগাম হামলার ৭ দিন পার, এখনও অধরা জঙ্গিরা

পহেলগাম জঙ্গি হামলায় পাকিস্তান যোগের দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এদিকে এই হামলার দায় স্বীকার করা লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’-এর হয়ে রাষ্ট্রসংঘে গলা ফাটাচ্ছে ইসলামাবাদ। কুখ্যাত এই সন্ত্রাসবাদী সংগঠনকে বাঁচাতে কেন এই পাক-তৎপরতা- উঠছে প্রশ্ন।