দিঘায় বাড়ছে ভিড়, গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে ভক্ত-পর্যটকরা 

সময় যত এগোচ্ছে ততই এগিয়ে আসছে দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple Digha) দ্বারোদ্ঘাটনের মুহূর্ত। ইতিমধ্যেই ভক্ত- পর্যটকদের জন্য লাইন করে দেওয়া হয়েছে আর তা ক্রমশ দীর্ঘ হচ্ছে। উন্মাদনা তুঙ্গে, সকলেই “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত করে রেখেছেন পরিবেশ। আগত দর্শনার্থী থেকে সাধারণ মানুষ সকলেই বলছেন, “দিদির ডাকে জগন্নাথ দর্শনে দিঘায় আশা। এ এক পরম প্রাপ্তি।” ভিড়ের কথা মাথায় রেখে যান নিয়ন্ত্রণ করছে প্রশাসন।

গত ক’দিন ধরে জগন্নাথ ধামে (Jagannath Dham) সম্পূর্ণ শাস্ত্রীয় রীতি মেনে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠান। বুধবার সকাল থেকেও নিয়মের কোন ব্যতিক্রম ঘটেনি। দুপুর আড়াইটে নাগাদ মন্দির উদ্বোধনের কথা রয়েছে। আজ মূর্তি পুজোর পাশাপাশি পাশাপাশি দেবতাকে ৫৬ ভোগ অর্পণ করা হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। ভিড়ের কথা মাথায় রেখে দিঘা গেট থেকে বিভিন্ন বিভিন্ন রুটে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দিঘা হাসপাতালের সামনে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। পর্যটকরা বাস রাখতে পারবেন হেলিপ্যাড ময়দানে। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মাঝেই আলোকমালা আর ফুলের সাজে সৈকত নগরী।