শ্রেয়স-প্রভসিমরণের দাপটে চেন্নাইকেও হারাল পঞ্জাব কিংস

শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) ও প্রভসিনরণ সিংয়ের(Prabhsimran Singh) ঝোরো ইনিংসে ভর করে ফের একটা জয় পঞ্জাব কিংসের(PBKS)। বোলারদের ব্যর্থতায় দাম পেল না স্যাম কারানের ইনিংস। তিনি ৮৮ রানের ইনিংস খেললেও, চেন্নাই সুপার কিংসের(CSK) বোলাররা এদিন ব্যর্থ। আর তাতেই ফের একটা হারের সামনে ধোনির দল। সেইসঙ্গেই এবারের মতো প্লেঅফের আশাও কার্যত শেষ হয়ে গেল চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠে ৪ উইকেটে হারল চেন্নাই সুপার কিংস।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শুরুতেই ৪৮ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়েছিল পঞ্জাব কিংস(PBKS)। সেই পরিস্থিতিতেই স্যাম কারানের ৮৮ রানের একটা ইনিংস। সঙ্গে যোগ্য সঙ্গত ডেওয়াল্ড ব্রেভিসের। তিনিও করেন ৩২ রান। তবে ধোনি এদিনও ব্যর্থ। তিনি করেন মাত্র ১১ রান। কারান ও ব্রেভিস ছাড়া কোনও ব্যাটারই এদিন বড় রান করতে পারেননি।

১৯০ রানেই থামে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাটিং করতে নেমে প্রভসিমকণ সিং শুরুটা বেশ ভালভাবেই করেন। এরপরই তাঁর সঙ্গে পার্টনারশিপ গড়়ার কাজ শুরু শ্রেয়স আইয়ারের। আর তাতেই বাজিমাত। ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলে শ্রেয়স যখন সাজঘরে ফেরেন সেই সময় পঞ্জাবের রান ১৮৮। জয়ের থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে দাঁড়িয়ে ছিল তারা। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস।