মে মাসের প্রথম দিন থেকে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের (LPG cylinder for commercial purpose) দাম কিছুটা কমল। প্রতি এলপিজি সিলিন্ডারে ১৭ টাকা কমে বৃহস্পতিবার থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৫১ টাকা ৫০ পয়সা হল। বুধবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গেছে। যদিও গৃহস্থদের ব্যবহৃত গ্যাসের দাম কমানো নিয়ে কোনও উচ্চবাচ্য নেই কেন্দ্রের মুখে।

গত ফেব্রুয়ারি মাসে বাজেটের আগে বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য কমানো হলেও এপ্রিল মাসে তা বেড়ে যায়। এবার জানা গেল পয়লা মে থেকে নতুন দাম ঘোষণা করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। দেশের অন্যান্য মেট্রো শহর যেমন মুম্বইতে সিলিন্ডার (LPG) প্রতি বাণিজিক এলপিজির দাম হল ১৬৯৯ টাকা। চেন্নাই ও দিল্লিতে যথাক্রমে ১৯০৬ টাকা ও ১৭৪৭ টাকা ৫০ পয়সা।হয়েছে।
–

–

–

–

–

–

–

–

–

–

–

–
