Saturday, November 15, 2025

শহরের জঞ্জাল সাফ করবে কর্পোরেট সংস্থা, পরিকল্পনা রাজ্যের

Date:

Share post:

শহরাঞ্চলে নিকাশী ও জঞ্জাল ব্যবস্থাপনার মানোন্নয়নে রাজ্য সরকার এবার কর্পোরেট সংস্থাগুলিকে (corporate house) শামিল করার পরিকল্পনা নিয়েছে। আইন অনুযায়ী ৫০০ কোটি টাকার বেশি লেনদেন আছে এমন কর্পোরেট সংস্থাগুলি তাদের সমাজিক দায়বদ্ধতা বা সিএসআর (CSR) প্রকল্পের আওতায় জনস্বার্থে নানা উন্নয়নমূলক কাজ করে থাকে। এবার এর আওতায় জঞ্চাল অপসারণ ও নিকাশিকেও যুক্ত করার কথা ভাবা হচ্ছে।

ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণার পানিহাটি (Panihati Municipality) এবং কামারহাটি পুর (Kamarhati Municipality) এলাকাতে সিএসআর (CSR) প্রকল্পের মাধ্যমে নিকাশি পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। অন্যান্য পুরসভাতেও এই একই মডেল অনুসরণ করার কথা ভাবা হচ্ছে বলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে।

সিএসআর (CSR) প্রকল্পের জন্য তৈরি হওয়া পোর্টালে এই সংক্রান্ত কাজকে যুক্ত করা হবে। যাতে আগ্রহী কর্পোরেট সংস্থা (corporate house) এই প্রক্রিয়ায় শামিল হতে পারে। প্রসঙ্গত, জানা গিয়েছে, সিএসআরের মাধ্যমে কাজ হলেও রাজ্য সরকারই তার বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর রাজ্যের তরফেই নিখরচায় তৈরি করে দেওয়া হবে। ডিপিআর অনুযায়ী কাজ হচ্ছে কি না সেটার ওপরেও রাজ্য সরকার নজরদারী চালাবে ।

তবে প্রকল্প সংক্রান্ত আর্থিক লেনদেনের সমস্ত দায়িত্বই থাকবে সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানিরএর বাইরেও জনস্বার্থে পরিকল্পিত আরও কয়েকটি প্রকল্প সিএসআরের মাধ্যমে করার জন্য এই পোর্টালে তোলা হবে। এব্যপারে সমস্ত পুরসভাকে তাদের মতামত দিতে বলা হয়েছে। বর্তমানে রাজ্য সরকারের ৫৮টি দফতরের ১ হাজার ২৮৩টি প্রকল্প সিএসআর প্রকল্পের (CSR project) আওতায় নিয়ে এসে সংশ্লিষ্ট পোর্টালে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...