Thursday, August 21, 2025

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

Date:

Share post:

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের শিকার! সম্প্রতি মাজমাধ্যমে ইমরানের শারীরিক পরীক্ষার একটি রিপোর্ট ভাইরাল হয়েছে। সেখানেই এই তথ্য পাওয়া গিয়েছে। যদিও রিপোর্টের সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’। ৩ মার্চ অচৈতন্য অবস্থায় জেল থেকে উদ্ধার করা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। সূত্রের খবর, একাধিক আঘাতের চিহ্ন ছিল তাঁর শরীরে। যদিও, এখনও জেল কর্তৃপক্ষ বা ইমরানের পরিবারের তরফে যৌন নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা হয়নি।

২০২৩-এর ৫ অগাস্ট তোষাখানা মামলায় গ্রেফতার হন প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান। প্রথমে পাঞ্জাব প্রদেশের অটোক জেলে (Jail) রাখা হয় তাঁকে। সেখান থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তরিত করা হয়। জেলে একাধিকবার তাঁর প্রাণনাশের আশঙ্কা করেন ইমরানের আত্মীয়রা। ইমরানের অভিযোগ, কারাগারে তাঁকে সন্ত্রাসীদের রাখার মতো এক কুঠুরিতে রাখা হয়েছে।

এর পরেই ৩ মার্চ ইমরানকে (Imran Khan) অচৈতন্য অবস্থায় জেল থেকে বের করে রাওয়ালপিণ্ডির পাক এমিরেটস মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়। আর প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সেখানকার মেডিক্যাল রিপোর্ট নিয়ে তুমুল শোরগোল। ইমরানের শারীরিক পরীক্ষার এই রিপোর্ট বলছে, তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে, তার প্রমাণ মিলেছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত পায়ুদ্বার। এই রিপোর্ট উল্লেখ করে পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ‘দ্য ডন’ দাবি করেছে এই কুকীর্তি করেছেন এক পাক সেনা মেজর। রিপোর্টের সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’। রিপোর্টটি রাওয়ালপিণ্ডির পাকিস্তানি সেনার সদর দফতরে পাঠানো হয়েছে বলেও দাবি করেছে ‘দ্য ডন’। আগেই ইমরানের উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা প্রকাশ করে তাঁর পরিবার। এবার যৌন নির্যাতনের খবরে শোরগোল পড়ে গিয়েছে।

spot_img

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...